গুমলায় নিহত জঙ্গি নেতা

পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মাওবাদী নেতা সঞ্জয়জি ওরফে যতীন যাদবের। পুলিশ জানায়, নিহত জঙ্গিনেতা ছিলেন মাওবাদী সংগঠনের সাব-জোনাল কম্যান্ডার। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৯
Share:

পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মাওবাদী নেতা সঞ্জয়জি ওরফে যতীন যাদবের। পুলিশ জানায়, নিহত জঙ্গিনেতা ছিলেন মাওবাদী সংগঠনের সাব-জোনাল কম্যান্ডার। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

Advertisement

আজ সকালে ঘটনাটি ঘটে গুমলার পালকোট জঙ্গলে। পুলিশ জানিয়েছে, পালকোট জঙ্গলে পুলিশ ও সিআরপি যৌথ অভিযান চলছিল। তখনই জঙ্গল থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে বেরিয়ে আসে। তাতে সওয়ার ছিলেন সঞ্জয়জি। পুলিশের দাবি, থামতে বললেও মোটরসাইকেল নিয়ে ওই জঙ্গিনেতা পালানোর চেষ্টা করেন। পুলিশের জিকে গুলিও ছোড়া হয়। পাল্টা জবাবে সঞ্জয়জি মারা যায়। ঘটনাস্থলে একটি কার্বাইন, একটি পিস্তল ও মাওবাদী নথি মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement