National News

জম্মু-কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৩ জওয়ান

জম্মু-কাশ্মীরের পাম্পোরে সেনা কনভয়ের উপর হামলা চালাল জঙ্গিরা। সূত্রের খবর, শনিবার শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সেনাদের কনভয়। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১৬:০৩
Share:

ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরের পাম্পোরে সেনা কনভয়ের উপর হামলা চালাল জঙ্গিরা। সূত্রের খবর, শনিবার শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সেনাদের কনভয়। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। তবে এই হামলায় তিন জন জওয়ান নিহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর। সেনার পাল্টা জবাবে গা ঢাকা দেয় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে সেনারা চিরুনি তল্লাশি চালাচ্ছে।

Advertisement

আরও খবর: কনভয়ে জঙ্গি হামলা, মণিপুরে নিহত ৪ পুলিশ

গত বুধবারেই জম্মু-কাশ্মীরে দু’টি পৃথক হামলায় সেনার গুলিতে নিহত হয় ২ জঙ্গি। ওই দিন বারামুলার অনন্তনাগেও সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছিল। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। তবে কেউ নিহত হননি ওই ঘটনায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement