—প্রতিনিধিত্বমূলক ছবি।
ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্বের জন্য মিলবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেনের টিকিট। কোনও যাত্রী এর চেয়ে কম দূরত্ব সফর করলেও তাঁকে ওই ৪০০ কিলোমিটারের জন্য ধার্য ভাড়াই গুনতে হবে। প্রসঙ্গত, হাওড়া থেকে কামাখ্যার মধ্যে চলতি মাসেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে।
নতুন ট্রেনের আসন সংরক্ষণ এবং যাত্রী পরিষেবার ক্ষেত্রে একাধিক বিধি প্রযোজ্য হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। সেই নিয়ম অনুযায়ী, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসে ৪০০ কিলোমিটারের জন্য বাতানুকূল থ্রি-টিয়ারে ৯৬০ টাকা, বাতানুকূল টু-টিয়ারে ১২৪০ টাকা এবং প্রথম শ্রেণিতে ১৫২০ টাকা ভাড়া পড়বে। এর সঙ্গে যোগ হবে পাঁচ শতাংশ পণ্য-পরিষেবা কর। তবে, রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা নতুন ট্রেনে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত যাবেন, তাঁদের ক্ষেত্রে প্রথম শ্রেণিরভাড়া ৩৮৫০ টাকার কাছাকাছি হতে পারে। বাতানুকূল টু-টিয়ারে ওই ভাড়া ৩১৫০ টাকা এবং বাতানুকূল থ্রি-টিয়ারে সেই অঙ্ক ২৪৪০ টাকার কাছাকাছি হবে।
এর পাশাপাশি, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে কোনও আরএসি বা আংশিক ভাবে সংরক্ষিত কিংবা অপেক্ষমাণ তালিকার টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সংরক্ষিত এবং নিশ্চিত আসনের টিকিটই প্রযোজ্য হবে। আসন সংরক্ষণের ক্ষেত্রে মহিলা, বিশেষ ভাবে সক্ষম, প্রবীণ নাগরিক এবং রেলকর্মীদের ডিউটি পাসের জন্য কোটা থাকবে। তবে, তাঁদের জন্য কোনও ছাড় প্রযোজ্য হবে না। অন্য কোনও ক্ষেত্রে টিকিটের কোটা থাকছে না বলেও জানানো হয়েছে। শিশুদের টিকিট কাটার ক্ষেত্রে রেলের চালু বিধিই প্রযোজ্য হবে।
পাঁচ বছরের কমবয়সি শিশুদের ক্ষেত্রে আলাদা বার্থের জন্য আবেদন না করলে কোনও ভাড়া লাগবে না। পাঁচ থেকে ১২ বছর বয়সিদের ক্ষেত্রে অর্ধেক এবং ১২ বছরের বেশি বয়স হলে পুরো ভাড়া প্রযোজ্য হবে নতুন ট্রেনে। কোনও যাত্রী সঙ্গে শিশু নিয়ে সফর করলে ট্রেনের টিকিট সংরক্ষণব্যবস্থা স্বয়ংক্রিয় ভাবেই লোয়ার বার্থ সংরক্ষণ করার বিষয়টিকে প্রাধান্য দেবে। তবে, সংশ্লিষ্ট যাত্রী তাঁর সঙ্গে থাকা শিশুটির জন্য পৃথক বার্থের আবেদন না জানালা তবেই এই ব্যবস্থা প্রযোজ্য হবে।
পুরুষ যাত্রীদের ক্ষেত্রে ৬০ বছর বা তার বেশি বয়সি এবং মহিলা যাত্রীদের ক্ষেত্রে ৪৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে নীচের বা লোয়ার বার্থ সংরক্ষণের বিষয়টি প্রাধান্য পাবে। আসন উপযুক্ত সংখ্যায় পাওয়া গেলে নির্দিষ্ট বিধি মেনে টিকিট সংরক্ষণের বিষয়টি অগ্রাধিকার পাবে। ট্রেনের ভাড়ার সঙ্গে যাত্রীদের আহার এবং অন্যান্য খরচ ধরা থাকছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে