Bengaluru Fraud

দুর্ঘটনার বাহানা! বেঙ্গালুরুতে গাড়িচালকদের কাছ থেকে নয়া কৌশলে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা

এক গাড়িচালক তাঁর অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন। তবে ওই চালকের গাড়ির ড্যাশক্যাম থাকায় গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩
Share:

এ ভাবেই গাড়ির সামনে চলে আসছে দুষ্কৃতীরা। ছবি: সংগৃহীত।

রাস্তা পারাপারের ছলে আচমকাই গাড়ির সামনে চলে আসছেন। তার পর দুর্ঘটনার বাহানা করে চালকদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা হচ্ছে। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় দুষ্কৃতীরা টাকা আদায় করছেন। গাড়িচালকেরা জানাচ্ছেন, এই দুষ্কৃতীরা দল বেঁধে কাজ করছেন। তবে রাস্তার কাছেপিঠেই ছড়িয়ে ছিটিয়ে থাকছেন। কোনও গাড়িচালক যদি খপ্পরে পড়ে যান, সঙ্গে সঙ্গে আশপাশ থেকে তাঁরা ছুটে এসে ছেঁকে ধরছেন। দেখে মনে হবে, ওরা স্থানীয় লোকজন। প্রতিবাদ করতে এসেছে।

Advertisement

এক গাড়িচালক তাঁর অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন। তবে ওই চালকের গাড়ির ড্যাশক্যাম থাকায় গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হয়ে যায়। ওই চালক জানান, হোয়াইটফিল্ড এলাকা দিয়ে তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গাড়ির গতি খুব একটা বেশি ছিল না। আচমকাই রাস্তার বাঁ পাশ থেকে এক ব্যক্তি পারাপারের চেষ্টা করেন। তার পর ইচ্ছাকৃত ভাবেই গাড়ির সামনে পড়ে যান। তখনই পাশ থেকে দুই ব্যক্তি বাইক নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। চালককে বলেন, ধাক্কা মারার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। চালকও নাছোড়। তিনি ড্যাশক্যাম দেখিয়ে তাঁদের পাল্টা জানান, কী হয়েছে তা সব রেকর্ডিং হয়েছে ক্যামেরায়।

এটা বলার পরেও কিছুতেই মানতে চাইছিলেন না ওই ব্যক্তিরা। তার পর কোনও রকমে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন। ওই ব্যক্তি এর পর সমাজমাধ্যমে বিষয়টি তুলে ধরে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement