প্রতিনিধিত্বমূলক ছবি।
উত্তরপ্রদেশের বরেলীতে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু লোকোপাইলটের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। জানা গিয়েছে, সোমবার রাত পৌনে ১২টা নাগাদ বরেলীর ইজ্জতনগর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।
রেল সূত্রে খবর, ওই সময় টনকপুর-বরেলী প্যাসেঞ্জার ট্রেন দোহরা স্টেশনের কিছুটা আগে দাঁড়িয়ে যায়। অনেক ক্ষণ ধরে সিগন্যাল না পাওয়ায় লোকোপাইলটের সন্দেহ হয়। তিনি স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। তার পর নিজেই ট্রেন থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। তখনই তার নজরে পড়ে দুই রেললাইনের সংযোগস্থলে বড় বড় পাথর ফেলে রাখা রয়েছে। এই দৃশ্য দেখে তিনি সঙ্গে সঙ্গে আবার দোহরা স্টেশনে যোগাযোগ করেন। খবর দেওয়া হয় রেলপুলিশকেও।
খবর পেয়েই ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে ভাবে পাথরগুলি রাখা ছিল, তাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। কিন্তু লোকপাইলটের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ট্রেন। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক বার ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা প্রকাশ্যে এসেছে। কখনও রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার ফেলে, কখনও সিমেন্টের ব্লক ফেলে লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। যদিও সব ক’টি ক্ষেত্রেই বিপদ এড়ানো গিয়েছে।