বিধায়ক-এডিএম বিতণ্ডা

খাদ্য সুরক্ষার সুবিধাপ্রাপকদের তালিকায় নাম তোলা না-তোলা নিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। তবে বিবাদের কথা অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০৩:১৪
Share:

খাদ্য সুরক্ষার সুবিধাপ্রাপকদের তালিকায় নাম তোলা না-তোলা নিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। তবে বিবাদের কথা অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক।

Advertisement

শনিবার বিধায়ক তালিকা থেকে নাম বাদ পড়া আয়নাখাল সমবায় সমিতির মানুষদের নিয়ে জেলাশাসকের কার্যালয়ে আসেন। সেখানে তিনি ভারপ্রাপ্ত জেলাশাসক অমলেন্দু রায়ের কাছে জানতে চান কেন এই গরীব মানুষদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হল। অমলেন্দুবাবু তখন হাইলাকান্দির খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত গনেশ চৌধুরীকে ডেকে এনে নাম বাদ পড়ার কারণ জানতে চান। এ নিয়ে গণেশবাবুর সঙ্গে বিধায়কের বিবাদ বাধে। গণেশবাবু টেবিল চাপড়ে তাঁর সঙ্গে কথা বলেন বলে বিধায়ক অভিযোগ করেন।

বিধায়কের অভিযোগ, তাঁকে অপমান করেছেন গণেশবাবু। এ নিয়ে বিধায়ক খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের কমিশনারের কাছে গণেশবাবুর বিরুদ্ধে অভিযোগ জানান। এ নিয়ে গণেশ চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিধায়কের সঙ্গে বিতণ্ডার কথা অস্বীকার করে বলেন, কী কারণে এই সব মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে তিনি কেবলমাত্র সেকথাই বোঝাবার চেষ্টা করেছেন। ভারপ্রাপ্ত জেলাশাসক অমলেন্দু রায়ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কথা অস্বীকার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement