police

থানায় ঢুকে হামলা ৫০ জনের, পুলিশকর্মীদের লাঠি দিয়ে পিটিয়ে ছাড়িয়ে নিয়ে গেল তিন ডাকাতকে

শুক্রবার ভোর ৩টে নাগাদ আচমকাই ৫০ জনের একটি দল অস্ত্র এবং লাঠি নিয়ে থানা ঘেরাও করে। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় ওই দলটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১২:১৩
Share:

থানায় হামলার পর ঘটনাস্থলে বুরহানপুর জেলার পুলিশকর্তারা। ছবি: সংগৃহীত।

থানায় হামলা চালিয়ে তিন ডাকাতকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেল জনা পঞ্চাশের এক দল লোক। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হেমা মেঘওয়াল নামে এক কুখ্যাত ডাকাত এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করে নেপানগর থানায় নিয়ে আসা হয়েছিল। মেঘওয়ালের বিরুদ্ধে একাধিক ডাকাতি এবং অপহরণের মামলা রয়েছে। তাঁর নামে ৩২ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেঘওয়ালকে দিন কয়েক আগেই ধরে নিয়ে আসে পুলিশ। তাদের হেফাজতেই ছিল মেঘওয়াল এবং তার সঙ্গীরা।

শুক্রবার ভোর ৩টে নাগাদ আচমকাই ৫০ জনের একটি দল অস্ত্র এবং লাঠি নিয়ে থানা ঘেরাও করে। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় ওই দলটি। থানার কর্তব্যরত পুলিশকর্মী এবং আধিকারিকদের মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। এর পর তাঁদের চোখের সামনেই জেল ভেঙে মেঘওয়াল এবং তার দুই সঙ্গীকে ছাড়িয়ে নিয়ে চলে যায়।

Advertisement

ডাকাতদের সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরই সেই খবর জেলা পুলিশের শীর্ষ মহলে পৌঁছয়। ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার এবং জেলাশাসক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement