রেল মানচিত্রে কাটরা, সূচনায় প্রধানমন্ত্রী

দীর্ঘ সময় অপেক্ষার পরে রেলপথে এই প্রথম জুড়ল কাটরা। হিমালয়-ঘেঁষা রাজ্যগুলির জন্য উন্নয়নের একই মডেলের উপরে জোর দিয়ে উধমপুর-কাটরা রেললাইনের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে ওই অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মন জয় করাই তাঁর প্রধান লক্ষ্য, এখানে রাজনীতির কোনও স্থান নেই।

Advertisement

সংবাদ সংস্থা

কাটরা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৪ ০৩:৩৫
Share:

উধমপুর-কাটরা রেলপথের উদ্বোধনে জম্মুতে মোদী। স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

দীর্ঘ সময় অপেক্ষার পরে রেলপথে এই প্রথম জুড়ল কাটরা। হিমালয়-ঘেঁষা রাজ্যগুলির জন্য উন্নয়নের একই মডেলের উপরে জোর দিয়ে উধমপুর-কাটরা রেললাইনের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে ওই অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মন জয় করাই তাঁর প্রধান লক্ষ্য, এখানে রাজনীতির কোনও স্থান নেই।

Advertisement

সারা দেশের সঙ্গে রেলপথে কাটরাকে সংযুক্ত করার এই প্রকল্পে খরচ হয়েছে অন্তত ১১৫০ কোটি টাকা। সময় লেগেছে প্রায় ১২ বছর। এই পথে রেলযাত্রার শুরুতে সবুজ পতাকা উড়িয়ে মোদী বললেন, “লাভ-ক্ষতির রাজনীতির অঙ্ক আমাদের অগ্রাধিকার নয়। বরং এখানকার মানুষের মন জয় করাই আমাদের উদ্দেশ্য। আমরা উন্নয়নের মাধ্যমে সেটা করতে চাই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগ আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।” নয়া রেলপথের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর কথায়, ‘‘এই রেলপথের জন্য আমরা দীর্ঘ দিন অপেক্ষা করেছি। স্থানীয় বাসিন্দা ও বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রী-সকলের জন্যই এই পথ গুরুত্বপূর্ণ। আমি মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। রেলকে জানাই অভিনন্দন।”

ট্রেনে কচিকাঁচাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাটরায় শুক্রবার।

Advertisement

ইউপিএ সরকারের শরিক ছিল ন্যাশনাল কনফারেন্স। তাই কেন্দ্রে জমানা বদলের পরে এই রেলপথ নিয়ে কিছুটা আশঙ্কায় ছিলেন ওমর। রাজনৈতিক সূত্রে খবর, এই রেলপথের উদ্বোধন করে মোদী বুঝিয়ে দিলেন তিনি উন্নয়নকে সব চেয়ে বেশি গুরুত্ব দিতে চান। সদর্থক বার্তা দিলেন ওমর আবদুল্লা সরকারকেও।

বৈষ্ণোদেবী মন্দিরের কাছে কাটরার এই রেলপথের উদ্বোধন সেরে হিমালয়-ঘেঁষা রাজ্যগুলির উন্নয়নের জন্য এক রকম মডেলের কথা বলেন তিনি। তাঁর মতে, এই রাজ্যগুলির অনেক ক্ষেত্রেই এক রকম সমস্যা। “এক মডেলের উন্নয়নে এই রাজ্যগুলি উপকৃত হবে। কেন্দ্রেরও এতে সুবিধা হবে এবং রাজ্যগুলির প্রত্যাশাও বোঝা সম্ভব হবে,” মনে করছেন মোদী।

তিনি লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন বৈষ্ণোদেবী মন্দির থেকেই। সে কথাও উল্লেখ করেন মোদী। নতুন রেলপথে প্রথম ট্রেনটির নাম শ্রী শক্তি এক্সপ্রেস দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ করে প্রধানমন্ত্রী।বলেন, রেলস্টেশনকে বিমানবন্দরের চেয়েও উন্নত হতে হবে। কারণ এ দেশের রেলস্টেশনগুলি যথেষ্ট পুরনো ধাঁচের। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে স্টেশনকে আরও ঝাঁ চকচকে করতে আগ্রহী তিনি। মোদী আশ্বাস দেন, এ ব্যাপারে অনেক পরিবর্তন হবে, আপনারা ভবিষ্যতে দেখতেই পাবেন।

ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন