Narendra Modi

গাঁধীর জন্মদিনে শ্রদ্ধা মোদীর

সোমবার সকালে রাজঘাটে গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১২:৫২
Share:

রাজঘাটে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার। ছবি— পিটিআই।

মহাত্মা গাঁধীর ১৪৮-তম ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ১১৩-তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে রাজঘাটে গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি বিজয়ঘাটে লালবাহাদুরের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী ছাড়াও রাজঘাটে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। টুইট করে গাঁধীর জন্মদিনে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: রাবণ-বধে গিয়ে ধনুক ভাঙলেন মোদী

আরও পড়ুন: বুলেট ট্রেনে কপালে ভাঁজ বিজেপির

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘গাঁধী জয়ন্তীতে আমি বাপুকে শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর মহৎ চিন্তাধারা এবং আদর্শ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। মহাত্মা গাঁধী জীবদ্দশায় যতটা প্রাসঙ্গিক ছিলেন, আজও ঠিক ততটাই। তাঁর পথে হেঁটে আমাদের তাঁর ইচ্ছাপূরণ করতে হবে।’ এ দিন গাঁধীর জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement