মোদীর ভবনে সঙ্ঘ নেতাদের নৈশভোজ

বিজেপির এক নেতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী বাসভবনে সঙ্ঘ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ করাটা নতুন নয়। মোদী এর আগেও করেছেন। মোদী নিজেও সঙ্ঘের প্রচারক ছিলেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ০৩:৩৪
Share:

প্রধানমন্ত্রীর বাসভবনে আরএসএস নেতাদের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী।

Advertisement

লোকসভা ও সামনের তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে সংগঠনের বিষয়ে বিজেপির সঙ্গে সমন্বয় আরও কী করে মজবুত করা যায়, তার জন্য দিল্লির উপকণ্ঠে সুরজকুণ্ডে বৈঠক হচ্ছে আরএসএসের সঙ্গে। সব রাজ্য থেকে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা নেতারা যেমন রয়েছেন, তেমনই ভাইয়াজি জোশী, দত্তাত্রেয় হোসবোলে, কৃষ্ণগোপালের মতো সঙ্ঘ-নেতারাও সেখানে উপস্থিত। তাঁদেরই আজ বৈঠক শেষে নিজের বাসভবনে নৈশভোজ করালেন প্রধানমন্ত্রী।

বিজেপির বক্তব্য, সুরজকুণ্ডে বৈঠক হচ্ছে নিছক সাংগঠনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। গত সপ্তাহেই রাজনাথ সিংহের বাড়িতে বিজেপি ও আরএসএস নেতাদের বৈঠক হয়েছে।

Advertisement

বিজেপির এক নেতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী বাসভবনে সঙ্ঘ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ করাটা নতুন নয়। মোদী এর আগেও করেছেন। মোদী নিজেও সঙ্ঘের প্রচারক ছিলেন।’’

কিন্তু প্রশ্ন হল, সম্প্রতি দিল্লির প্রাণকেন্দ্রে একটি পেল্লাই দফতর গড়েছে বিজেপি। সেখানেই এই ধরনের বৈঠক করার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও দিল্লি পেরিয়ে হরিয়ানার সুরজকুণ্ডে যেতে হল কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন