অসহিষ্ণুতার ঘটনাবলী ‘ছোটখাট’ বলে ওড়ালেন আরএসএস প্রধান

দাদরি থেকে শোনপেড় হত্যাকাণ্ড, দিল্লি বা মুম্বইতে মুখে কালি লেপার ঘটনা, গুলাম আলির অনুষ্ঠান পণ্ড করা-এ সবের কোনওটাকেই গুরুতর ঘটনা বলে মানতে নারাজ আরএসএস প্রধান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৫ ১৬:০৪
Share:

দাদরি থেকে শোনপেড় হত্যাকাণ্ড, দিল্লি বা মুম্বইতে মুখে কালি লেপার ঘটনা, গুলাম আলির অনুষ্ঠান পণ্ড করা-এ সবের কোনওটাকেই গুরুতর ঘটনা বলে মানতে নারাজ আরএসএস প্রধান। উল্টে মোহন ভাগবতের কথা, ‘‘এ রকম ছোটখাট ব্যাপার ঘটে। এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হয়। কিন্তু এ সব করে ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতিকে বিকৃত করা যায় না।’’

Advertisement

বিজয়া দশমীতে অন্যান্য বছরের মতো এ বারও ভাষণ দেন আরএসএস প্রধান। ৫৫ মিনিটের দীর্ঘ ভাষণে নিজের জনসংখ্যা নীতিতেও জোর দেন তিনি। কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ না করে মোহন ভাগবত বলেন, ‘‘সবার জন্য অভিন্ন জনসংখ্যা নীতি থাকা উচিত্।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement