রাস্তা সারাইয়ের টাকা নয়ছয়

করিমগঞ্জ জেলার জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। গ্রামের পথগুলির অবস্থাও তথৈবচ। এ বার মডেল হাসপাতালে প্রবেশ পথ নির্মাণের টাকা নয়ছয় হওয়ায় কাঁধে তুলে নিয়ে যেতে হচ্ছে রোগীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০৩:০৪
Share:

মডেল হাসপাতালের কর্দমাক্ত রাস্তা। — নিজস্ব চিত্র

করিমগঞ্জ জেলার জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। গ্রামের পথগুলির অবস্থাও তথৈবচ। এ বার মডেল হাসপাতালে প্রবেশ পথ নির্মাণের টাকা নয়ছয় হওয়ায় কাঁধে তুলে নিয়ে যেতে হচ্ছে রোগীদের।

Advertisement

করিমগঞ্জ জেলার বারইগ্রাম মডেল হাসপাতালের প্রবেশ পথের অবস্থা একেবারে বেহাল। মাস কয়েক আগে করিমগঞ্জের জেলাশাসক সেই হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় হাসপাতাল পরিচালন সমিতির সভাপতি প্রভাংশু দত্ত-সহ গ্রামের লোকজন জেলাশাসকের কাছে এই রাস্তার করুণ অবস্থার কথা তুলে ধরেন। সরকারি তহবিলে টাকা না থাকায় একশো দিনের প্রকল্পে রাস্তা নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। পাথারকান্দি পঞ্চায়েত থেকে ৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়। এমনকি দেড় লক্ষাধিক টাকা ইতিমধ্যেই খরচ করা হয়েছে বলে স্থানীয় গ্রামবাসীরা জানান। তাঁদের অভিযোগ, হাসপাতালে যাওয়ার পথটি মাটি ফেলার ফলে আরও খারাপ হয়ে গিয়েছে। রোগী নিয়ে এই পথ অতিক্রম করা কঠিন কাজ। রোগীদের বয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র ৪-৫ গাড়ি মাটি ফেলে কর্তব্য সেরেছে আঞ্চলিক পঞ্চায়েত। ৬ নম্বর ওয়ার্ডে একশো দিনের কাজটি চললেও ১ নম্বর ওয়ার্ডের শ্রমিকদের সেই কাজে নিয়োগ দেখানো হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। জেলাশাসক সেই টাকা মঞ্জুর করলেও এবার ৪-৫ লরি মাটি ফেলেই টাকা তুলে নেওয়া হচ্ছে বলে ক্ষুব্ধ এলাকার মানুষ। যদিও আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি রফিক চৌধুরি বলেন, রাস্তার কাজ এখনও শেষ হয়নি। পাথর পাওয়া যাচ্ছে না বলে কাজ করানো সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন