Citizenship

Indian citizenship: ২০২১-এ দেড় লক্ষেরও বেশি ভারতীয় ছেড়েছেন নাগরিকত্ব! যাচ্ছেন কোন দেশে? রইল তালিকা

গত সাত বছরে সাড়ে আট লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন বলে গত বছর ডিসেম্বরে সংসদে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৭:২৫
Share:

ফাইল ছবি।

ভারতীয় নাগরিকত্ব ছাড়ায় তাৎপর্যপূর্ণ বৃদ্ধি । ২০২০-র তুলনায় অনেক বেশি সংখ্যক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২০২১-এ। বিএসপি সাংসদের প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। ২০২০-তে যেখানে ৮৫ হাজারের সামান্য বেশি মানুষ এ দেশের নাগরিকত্ব ছেড়েছিলেন, সেখানে ২০২১-এ সেই সংখ্যা দেড় লক্ষেরও বেশি। মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, ২০২১-এ মোট এক লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০-তে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯-এ এক লক্ষ ৪৪ হাজার ১৭ জন তাঁদের ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।

বিএসপি সাংসদ হাজির ফজলুর রহমানের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ এ কথা জানান। রহমানের প্রশ্ন ছিল, ২০১৯ থেকে অদ্যাবধি ঠিক কত জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। এবং ভারতের নাগরিকত্ব ছেড়ে তাঁরা কোন দেশের নাগরিকত্ব নিয়েছেন। তারই জবাব দিয়েছেন নিত্যানন্দ। জানিয়েছেন, ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য কোনও দেশের নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে একে বারে প্রথম স্থানে আমেরিকা।

Advertisement

২০২০-তে যেখানে ভারতের নাগরিকত্ব ছেড়ে ৩০,৮২৮ জন আমেরিকার নাগরিক হওয়ার আবেদন করেছিলেন, সেখানে ২০২১-এ সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৮,২৮৪। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২১-এ ২৩,৫৩৩ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। তৃতীয় স্থানে কানাডা, সেই দেশে ২০২১-এ ২১,৫৯৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। সেখানে ২০২১-এ ১৪,৬৩৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়াও ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হওয়ার তালিকায় নাম রয়েছে, ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেনের।

গত বছর ডিসেম্বরে নিত্যানন্দ সংসদে জানিয়েছিলেন, গত সাত বছরে সাড়ে আট লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন