Fake Universities

Dharmendra Pradhan: বেশির ভাগ ভুয়ো বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশে, তালিকা দিয়ে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

দেশের সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে। মোট আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে সে রাজ্যে। তালিকায় এরপরেই রয়েছে দিল্লি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ০০:০৩
Share:

ফাইল চিত্র।

দেশে ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। দু’টি বিশ্ববিদ্যালয় ভেঙেছে সরকারি নিয়ম। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন এই তথ্য। লোকসভায় লিখিত এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘‘পড়ুয়া, অভিভাবক ও সাধারণ মানুষের একাধিক অভিযোগ ও সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২৪টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো হিসাবে ঘোষণা করছে।’’

Advertisement

পাশাপাশি দু’টি প্রতিষ্ঠান নিয়ম ভেঙেছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘উত্তরপ্রদেশের লখনউয়ে অবস্থিত ভারতীয় শিক্ষা পরিষদ এবং নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম ভেঙেছে। এই বিষয়টি আপাতত আদালতের বিচারাধীন।’’

দেশের সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে। মোট আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে সে রাজ্যে। বারাণসী, কানপুর, আলিগড়, মথুরা, প্রতাপগড় ও নয়ডায় রয়েছে একটি করে ভুয়ো প্রতিষ্ঠান। এ ছাড়া ইলাহাবাদে রয়েছে দু’টি প্রতিষ্ঠান। এ ছাড়া দিল্লিতে রয়েছে সাতটি, ওড়িশা ও পশ্চিমবঙ্গে দু’টি, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র ও পুদুচেরিতে রয়েছে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে একাধিক হিন্দি ও ইংরেজি দৈনিকে তালিকাও প্রকাশ করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisement

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব ও শিক্ষাসচিবের কাছে চিঠিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। দেওয়া করা হয়েছে শো-কজ নোটিসও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন