জনতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত

জনতা পরিবারের সংযুক্তিকরণ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে মুলায়ম সিংহ যাদবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি। আজ পটনায় নিজের বাসভবনে জনতা দরবারে এমনই জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, “জনতা পরিবারের মিশে যাওয়া নিয়ে কী সমস্যা রয়েছে, তা বাইরে আলোচনা করে লাভ নেই। মুলায়মজির নেতৃত্বে বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২০
Share:

জনতা পরিবারের সংযুক্তিকরণ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে মুলায়ম সিংহ যাদবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি। আজ পটনায় নিজের বাসভবনে জনতা দরবারে এমনই জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, “জনতা পরিবারের মিশে যাওয়া নিয়ে কী সমস্যা রয়েছে, তা বাইরে আলোচনা করে লাভ নেই। মুলায়মজির নেতৃত্বে বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

জনতা পরিবারের সংযুক্তিকরণ নিয়ে সমাজবাদী পার্টির রাজ্যসভার নেতা রামগোপাল যাদবের মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়েছিল। রামগোপাল বলেছিলেন, “জনতা পরিবারের সংযুক্তিকরণ নিয়ে কিছু সমস্যা আছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে তা মেটানো সম্ভব না। নতুন প্রতীক চিহ্ন খুঁজে বের করাও বড় সমস্যা।” নতুন প্রতীক চিহ্নে নির্বাচনে লড়তে গেলে জেডিইউ এবং আরজেডির ভোট কমে যাওয়ার আশঙ্কাও তিনি ব্যক্ত করেছিলেন। রামগোপালের বক্তব্যের সমর্থন মিলেছিল লালুপ্রসাদের মন্তব্যেও। লালু বলেছিলেন, “সমস্যার সমাধান না মিটলে দু’দলের জোট গড়েই লড়াই হবে।” নীতীশ এ দিন বলেন, “নির্বাচনের আগে এখনও অনেক সময় রয়েছে। বাইরে কে কী বলল তা নিয়ে আলোচনা করে লাভ নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement