(বাঁ দিকে) অপহরণকারী রোহিত আর্য। (ডান দিকে) অভিনেত্রী রুচিতা বিজয় যাদব। ছবি: সংগৃহীত।
পণবন্দি নিয়ে একটি ছবি বানাতে চান। মুম্বইয়ের স্টুডিয়োয় শিশুদের পণবন্দি করার কয়েক দিন আগে অপহরণকারী রোহিত আর্য এমনই প্রস্তাব দিয়েছিলেন এক অভিনেত্রীকে। তার ঠিক এক সপ্তাহের মধ্যে বাস্তবে সেই ঘটনা ঘটায় স্তম্ভিত এবং একইসঙ্গে শিউরে উঠেছেন সেই অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই প্রস্তাবের ঘটনা প্রসঙ্গে বলেছেন তিনি।
অভিনেত্রী রুচিতা বিজয় যাদব। তাঁর দাবি, রোহিত সপ্তাহখানেক আগে তাঁকে ফোন করেন। পণবন্দি নিয়ে একটি ছবি বানাতে চান বলে তাঁকে জানান। তাঁর সঙ্গে এই ছবি নিয়ে আলোচনাও করতে চেয়েছিলেন রোহিত। কিন্তু বাস্তবে সেই কাণ্ড ঘটানোয় কিছুতেই বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী। তাঁর বার বারই মনে হচ্ছে, পণবন্দি নিয়ে ছবি বানানোর যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে, সেটা কি আদতে বৃহস্পতিবারের ঘটনা! কিছুতেই মেলাতে পারছেন না বলে দাবি অভিনেত্রীর। তবে একইসঙ্গে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে, ঘটনার দিনই পওয়াইয়ের ওই স্টুডিয়োয় গিয়ে রোহিতের সঙ্গে ছবির বিষয়ে আলোচনা করার কথা ছিল রুচিতার।
অভিনেত্রী আরও সংশয় প্রকাশ করেছেন, তা হলে শিশুদের সঙ্গে তাঁকেও কি পণবন্দি করার পরিকল্পনা ছিল রোহিতের? সেই কথা ভেবেই শিউরে উঠছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আজ, ৩১ অক্টোবর যখন আমি এই ঘটনা সম্পর্কে জানলাম, শিরদাঁড়া বেয়ে যেন শীতল স্রোত নেমে এসেছিল। বার বারই মনে হচ্ছে, ওঁর সঙ্গেই তো দেখা করার কথা ছিল আমার। চিন্তা করলেই ভয় লাগছে যে, কত বড় বিপদ থেকে বেঁচেছি।’’
রুচিতা জানিয়েছেন, গত ৪ অক্টোবর প্রথম বার ফোন করেন রোহিত। তার পর ২৩ অক্টোবর আবার ফোন করেন। তখন পণবন্দি নিয়ে ছবির পরিকল্পনার কথা জানান। অভিনেত্রী বলেন, ‘‘আমাকে তিনটি তারিখ দেওয়া হয়েছিল। সাক্ষাতের প্রথম তারিখ ছিল ২৭ অক্টোবর। কিন্তু আমি জানিয়ে দিই ২৮ অক্টোবর দেখা করব। কিন্তু পরিবারের কিছু কাজ থাকায় এই সাক্ষাৎ বাতিল করে দিয়েছিলাম। তৃতীয় তারিখ ছিল ৩০ অক্টোবর। ওই দিন দেখা করার জন্য রাজি হয়েছিলাম।’’
ঘটনাচক্রে, ৩০ অক্টোবরই শিশুদের পণবন্দি করেন রোহিত। পওয়াই স্টুডিয়োয় ১৭ শিশুকে বন্দি করেন তিনি। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার টানটান মুহূর্তের পর শিশুদের উদ্ধার করা হয়। পুলিশের গুলিতে জখম হয়ে মৃত্যু হয় রোহিতের।