National News

রাস্তায় প্রেম নিবেদন, যুগলকে শহর ছাড়া করার হুমকি দিল সংখ্যালঘু সংগঠন

ভালবাসি। শুধু এইটুকু কথাই প্রেমিকাকে বলতে চেয়েছিলেন যুবক। সেই ‘অপরাধে’ যুগলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হল। শুধু তাই নয়, তাঁদের শহরের বাইরে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হল।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১৮:১৩
Share:

ভালবাসি। শুধু এইটুকু কথাই প্রেমিকাকে বলতে চেয়েছিলেন যুবক। সেই ‘অপরাধে’ যুগলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হল। শুধু তাই নয়, তাঁদের শহরের বাইরে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হল।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত শনিবার, ১১ মার্চ। ওই দিন মহারাষ্ট্রের থানের শবনম কলেজে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেলিম নামের স্থানীয় এক যুবক। দূর থেকে প্রেমিকাকে দেখতে পেয়েই রাস্তায় নেমে পড়েন তিনি। সিনেমার ভঙ্গিতে গাড়ি থামিয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে লাল গোলাপ দিয়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করেন। শহরের ব্যস্ত রাস্তার মধ্যে ঘটে যাওয়া রোম্যান্টিক এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন স্থানীয় এক ব্যক্তি। গোলমালের সূত্রপাত হয় এর পরেই।

ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ওই যুগলের উপর খড়্গহস্ত হয়ে ওঠে একাধিক কট্টরবাদী সংখ্যালঘু সংগঠন। তাঁদের ক্ষমা চাইতে বাধ্য করা হয়। স্থানীয় রাজা অ্যাকাডেমির সেক্রেটারি শাকিল রাজা জানান, ‘‘ওঁদের উপযুক্ত সহবত শেখানোর জন্যই ক্ষমা চাইতে বলা হয়েছিল। ওঁদের বোঝা উচিত যে জনসমক্ষে ওঁরা যা করেছে তা ভুল করেছে।’’

Advertisement

আরও পড়ুন: গাছে ধাক্কা, দাউ দাউ জ্বলে উঠল গাড়ি, সস্ত্রীক মৃত্যু রেসিং চ্যাম্পিয়নের

রাস্তার মধ্যে প্রেম নিবেদন করে প্রেমিকাকে জড়িয়ে ধরলেন সেলিম

এই ঘটনার পর মুখ খোলেন ন্যাশনাল লোখিন্ড পার্টির নেতা বাদ্দিউজামান খান। ওই যুগলের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের পরিকল্পনার কথাও জানান বাদ্দিউজামান। তবে পরে সিদ্ধান্তে বদল করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ন্যাশনাল লোখিন্ড পার্টি।

থানে জোন-টু’র ডিসিপি মনোজ পাতিল জানান, ‘‘ওই মেয়েটির উপর মানসিক চাপ সৃষ্টি করছিল সংখ্যালঘু সংগঠন। মেয়েটির পরিবারের তরফে আমরা অভিযোগ পেয়েছি। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।’’

ভোইওয়াদা থানার ইন্সপেক্টর দীনেশ কাটকে বলেন, ‘‘ন্যাশনাল লোখিন্ড পার্টিকে নোটিশ ধরানো হয়েছে।’’

(ছবি: ইউটিউবের সৌজন্যে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন