রিপ্ড, ফেডেড জিন্স। এখন দারুণ ফ্যাশন ট্রেন্ড। কলেজ পড়ুয়াদের কুল স্টাইল স্টেটমেন্ট। এই স্টাইল স্টেটমেন্ট এ বার কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করল মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টাইল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে।
কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি নন পড়ুয়ারা। বিএমএম-এর এক পড়ুয়া বলেন, ‘‘কেন কলেজ এমন কোনও নিয়ম তৈরি করল? অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি আমি মানতে পারি, কিন্তু এই ধরনের পোশাক ফতোয়ার কোনও যুক্তি নেই।’’ সাইকোলজি অনার্সের এক পড়ুয়ার মতে এই ধরনের নিয়ম তৈরি করে কলেজ কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপ করছে।
অন্য দিকে, কলেজের অধ্যক্ষ অ্যাঞ্জেলো মেনেজিস জানান, এই ধরনের পোশাক কলেজে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে। কয়েকজন পড়ুয়াকে এই পোশাক পরে কলেজ ক্যাম্পাসে দেখার পর তাদের বাড়ি ফিরে যেতে বলে কর্তৃপক্ষ। আমাদের কলেজে আগে থেকেই ছোট ও হাতকাটা পোশাক নিষিদ্ধ ছিল। ছেঁড়া জিনস নিষিদ্ধ করার পিছনে সামাজিক কারণ রয়েছে বলে ব্যখ্যা করে বলেন, ‘‘এই ধরনের পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে। যাদের কাছে ছেঁড়া পোশাক পরা ছাড়া কোনও উপায় নেই।’’
আরও পড়ুন: এগুলোই বিশ্বের সবচেয়ে দামি জিন্স!