National News

অরুণাচলে চিনের ‘রহস্যময়’ যন্ত্র উদ্ধার, চাঞ্চল্য

গত বুধবার চিন সীমান্ত লাগোয়া অরুণাচলের একটি প্রত্যন্ত গ্রামে ওই যন্ত্রটি দেখতে পান গ্রামবাসীরা।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৫
Share:

এই সেই উদ্ধার হওয়া যন্ত্র।

ডোকলাম নিয়ে টানাপড়েনের মধ্যেই অরুণাচল প্রদেশের চিন সীমান্তে একটি রহস্যময় যন্ত্রকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।

Advertisement

গত বুধবার চিন সীমান্ত লাগোয়া অরুণাচলের একটি প্রত্যন্ত গ্রামে ওই যন্ত্রটি দেখতে পান গ্রামবাসীরা।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া যন্ত্রটির গায়ে চিনা ভাষায় কিছু লেখা রয়েছে। প্রাথমিক ভাবে এটাকে আকাশপথে নজারদারি চালানোর কোনও যন্ত্র, বা আবহাওয়া পর্যবেক্ষণকারী কোনও যন্ত্র বলেই মনে করা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা যন্ত্রটি পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ডোকলাম হাতে চায় চিন, অস্বস্তি ভারতের

চিন ওই যন্ত্রের সাহায্যে অরুণাচল প্রদেশে নজরদারি চালাচ্ছে কিনা, ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ওই যন্ত্রের বিষয়টি নয়াদিল্লিকেও জানানো হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন: ফের গ্রে লিস্টে! সিঁটিয়ে পাকিস্তান

মাঝেমধ্যেই চিনা সেনারা সীমান্ত লঙ্ঘন করে অরুণাচল প্রদেশে ঢোকার চেষ্টা করে। গত মাসেও রাস্তা তৈরির অছিলায় সীমান্ত লঙ্ঘন করে চিন। অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে চিনের রোড কনস্ট্রাকশন পার্টি। কিন্তু আইটিবিপি জওয়ানদের তত্পরতায় চিনের রাস্তা বানানোর চেষ্টা ব্যর্থ হয়।

ডোকলাম নিয়ে এমনিতেই দুই দেশে পারদ চড়ছে। এর মধ্যে এই যন্ত্রটি উদ্ধার হওয়ার পরই স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন