হাফলঙে ধৃত নাগা জঙ্গি

পাহাড়ে আতঙ্ক ছড়াল ‘জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট’ নামে নাগা বিদ্রোহী সংগঠন। গোয়েন্দা কর্তাদের কাছে খবর ছিল, ডিমা হাসাও জেলার লাইসং, হাংরুম অঞ্চলে সক্রিয় হয়ে উঠছে ওই সংগঠনটি। সম্প্রতি লাইসং ও মাহুরের মধ্যে চিকুনালা থেকে ৪৩ আসাম রাইফেলস ও পুলিশ অস্ত্র উদ্ধার করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৪:০৪
Share:

পাহাড়ে আতঙ্ক ছড়াল ‘জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট’ নামে নাগা বিদ্রোহী সংগঠন। গোয়েন্দা কর্তাদের কাছে খবর ছিল, ডিমা হাসাও জেলার লাইসং, হাংরুম অঞ্চলে সক্রিয় হয়ে উঠছে ওই সংগঠনটি। সম্প্রতি লাইসং ও মাহুরের মধ্যে চিকুনালা থেকে ৪৩ আসাম রাইফেলস ও পুলিশ অস্ত্র উদ্ধার করেছিল। এ বার ডিমা হাসাও জেলার মিচিডিউ গ্রামে অস্ত্র-সহ ধরা পড়ল ওই সংগঠনের এক সদস্য। পুলিশ জানায়, ধৃতের নাম রবার্ট। তার কাছ থেকে একটি এ কে ৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, সেনা পোশাক, রাইফেলের কার্তুজ, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement