টিকিটে নাম বদল সহজেই

ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে সংরক্ষিত টিকিটটি আসন সংরক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে প্রমাণপত্র দেখিয়ে পুরনো নামটি বদল করে নিতে হবে। নাম পরিবর্তনের এই সুযোগ আগেও ছিল। কিন্তু সংরক্ষিত টিকিটের নাম বদলের নিয়ম এতই কড়া ছিল যে, সাধারণ মানুষ চূড়ান্ত নাকাল হতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০৮:৪০
Share:

প্রতীকী ছবি।

দূরপাল্লার ট্রেনে টিকিট কেটে কোনও ব্যক্তি সফর করতে না-পারলে এ বার থেকে তাঁর বদলে পরিবারের কেউ সেই টিকিটে ভ্রমণ করতে পারবেন। তবে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে সংরক্ষিত টিকিটটি আসন সংরক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে প্রমাণপত্র দেখিয়ে পুরনো নামটি বদল করে নিতে হবে।

Advertisement

নাম পরিবর্তনের এই সুযোগ আগেও ছিল। কিন্তু সংরক্ষিত টিকিটের নাম বদলের নিয়ম এতই কড়া ছিল যে, সাধারণ মানুষ চূড়ান্ত নাকাল হতেন। তাই বেশির ভাগ ক্ষেত্রেই টিকিট বাতিল করে দিতেন যাত্রীরা। এ বার সেই নিয়ম অনেক সহজ করে দিয়েছে রেল মন্ত্রক।

রেল সূত্রের খবর, এ বার থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে বা মেয়ের মধ্যে সংরক্ষিত টিকিটের নাম পরিবর্তন করিয়ে নেওয়া যাবে। কোনও সরকারি অফিসারের সংরক্ষিত টিকিটে নাম পাল্টে সফর করতে পারবেন অন্য অফিসার। বিয়ের পার্টি বা পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রেও একই নিয়মে নাম পাল্টে এক জনের বদলে অন্য কেউ যেতে পারেবেন। গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে কমপক্ষে ১০ জন যাত্রী থাকতে হবে। এবং টিকিটের নাম পরিবর্তন করতে হবে সফরের ৪৮ ঘণ্টা আগে। প্রতিটি নাম বদলের ক্ষেত্রে আসন সংরক্ষণ কেন্দ্রের চিফ রিজার্ভেশন সুপারভাইজারকে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।

Advertisement

এখন ট্রেনে আসন সংরক্ষণ শুরু হয় সফরের ১২০ দিন আগে। ফলে আগে থেকে সফরসূচি ঠিক করলেও পরে অনেকেই নানা কারণে যেতে পারেন না। সংরক্ষিত টিকিট নিয়ে তখন সমস্যায় পড়তে হয়। সেই জন্যই টিকিটে নাম পরিবর্তনের নিয়ম সহজ করা হয়েছে। তবে অনলাইনে এটা হবে না। নাম পরিবর্তন করতে হবে রেলের আসন সংরক্ষণ কেন্দ্রে গিয়েই। আইআরসিটিসি-র সাইট থেকে কাটা অনলাইনের টিকিটেও নাম বদল করা যাবে। সে-ক্ষেত্রে আইআরসিটিসি-র কাছে আবেদন করে আসন সংরক্ষণ কেন্দ্রে গিয়ে যাঁর নামে টিকিট কাটা হয়েছিল এবং যিনি এখন ভ্রমণ করতে চান, সেই দু’জনের পরিচয়পত্র ও সম্পর্কের প্রমাণপত্র দেখিয়ে নাম বদলে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন