রাজীবও অস্ত্র মোদীর

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর বিখ্যাত উক্তিকে অস্ত্র করেই দুর্নীতি নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৮৫ সালে রাজীব বলেছিলেন, দিল্লির সরকার যদি মানুষের কল্যাণে ১ টাকা বরাদ্দ করে, শেষ পর্যন্ত দেখা যায়, গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে মাত্র ১৫ পয়সা। 

Advertisement

সংবাদ সংস্থা

বারাণসী শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৪:০৮
Share:

রাজীব গাঁধীর নাম না করেই কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর বিখ্যাত উক্তিকে অস্ত্র করেই দুর্নীতি নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৮৫ সালে রাজীব বলেছিলেন, দিল্লির সরকার যদি মানুষের কল্যাণে ১ টাকা বরাদ্দ করে, শেষ পর্যন্ত দেখা যায়, গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে মাত্র ১৫ পয়সা।

Advertisement

নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে মোদী আজ সেই কথাকেই টেনে আনেন। রাজীবের নাম না করেই বলেন, ‘‘আপনারা নিশ্চয়ই জানেন, দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্নীতি প্রসঙ্গে একটি বিখ্যাত মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, দিল্লি ১ টাকা বরাদ্দ করলে গ্রামে পৌঁছয় মাত্র ১৫ শতাংশ। বাকিটা উধাও হয়ে যায়। এত বছর ধরে দেশ শাসন করেছেন যাঁরা, তাঁরা এই নিয়মকেই মেনে নিয়েছিলেন।’’ প্রধানমন্ত্রীর দাবি, দুর্নীতির রাস্তা বন্ধ করতে কংগ্রেসের সরকারগুলি পদক্ষেপই করেনি।

তবে তাঁর সরকার এই ‘৮৫ শতাংশ লুটের পরিস্থিতি’ প্রযুক্তির মাধ্যমে পাল্টে দিয়ে ১০০ শতাংশ টাকাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সফল হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পে ৫ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দিয়েছি আমরা। সুবিধাপ্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি পৌঁছে গিয়েছে। আপনারা ভাবুন, যদি পুরনো ব্যবস্থায় কাজ হত, তা হলে ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকাই উধাও হয়ে যেত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন