National news

‘হ্যাপি বার্থডে ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া’! কাকে উইশ করলেন মোদী?

হ্যাপি বার্থডে ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া। রবিবার রাত ১০টা ৪৯ মিনিটে এ ভাবেই আচমকা ইন্ডিয়াকে জন্মদিনের শুভকামনা জানালেন মোদী! তবে জন্মদিনটা ভারতের নয়। জন্মদিনটা ইন্ডিয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ২০:১৫
Share:

মেয়ে ইন্ডিয়ার সঙ্গে। জন্টি রোডস-এর টুইটার অ্যাকাউন্ট থেকে পাওয়া ছবি।

হ্যাপি বার্থডে ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া। রবিবার রাত ১০টা ৪৯ মিনিটে এ ভাবেই আচমকা ইন্ডিয়াকে জন্মদিনের শুভকামনা জানালেন মোদী! তবে জন্মদিনটা ভারতের নয়। জন্মদিনটা ইন্ডিয়ার। এ ইন্ডিয়া হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস-এর মেয়ে।

Advertisement

তার দু’বছরের মেয়ের জন্মদিনে এ ভাবে সবাইকে চমকে দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ ঘণ্টারও কম সময়ে মোদীর এই টুইট ৬,৩০০ বার রিটুইট হয়েছে। জন্টি রোডসও পাল্টা টুইট করে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘ধন্যবাদ নরেন্দ্র মোদীজি; জন্মস্থান থেকে মানুষের শুভকামনায় ছোট্ট ইন্ডিয়া আশীর্বাদধন্য হয়েছে, #মেকইনইন্ডিয়া।’’

২০১৫ সালে মুম্বইয়ের একটি হাসপাতালে জন্ম হয়েছিল জন্টি রোডস-এর মেয়ে ইন্ডিয়ার। তখন আইপিএল টিম মুম্বই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। সে সূত্রেই বহু দিন ভারতে কাটিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: গরুদেরও দেওয়া হবে ‘আধার কার্ড’!

ভারতীয় মিশ্র সংস্কৃতি এবং ঐতিহ্যকে জানতে সুযোগ পেলেই জন্টি তখন দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতেন। ভারতের এই মিশ্র সংস্কৃতি এতটাই তাঁর ভাল লেগে গিয়েছিল যে নিজের মেয়ের নামটাই ইন্ডিয়া রেখে দেন। ইন্ডিয়ার প্রথম বছরের জন্মদিনে অর্থাৎ ২০১৬ সালে মুম্বইয়ের পেজাওয়ার মঠে জন্টি মেয়ের জন্য পুজোও দেন। খুব সুন্দর ভাবে জীবনের ভারসাম্য রক্ষা করছে ভারত। ভারতের মতোই মেয়ে ইন্ডিয়াও তার জীবনে খুবই ব্যালান্স করে চলবে— নামকরণের পিছনে এই যুক্তিটাই দিয়েছিলেন জন্টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন