বিমানবাহী যুদ্ধজাহাজ ‘আইএনএস বিরাটের’ বয়লার রুমে আগুন লাগায় মারা গেলেন এক নৌসেনা। অসুস্থ আরও তিন। গোয়ার উপকূলে রয়েছে ‘আইএনএস বিরাট’। তারই বয়লার রুমে আগুন লাগে। বাষ্পের ফলে অসুস্থ হয়ে পড়েন ৪ নৌসেনা। আগুন নিয়ন্ত্রণে এনে তাঁদের নৌসেনার হাসপাতালেনিয়ে যাওয়া হয়। পরে মারা যান চিফ ইঞ্জিনিয়ারিং মেকানিক আশু সিংহ।