Tamil Nadu

টিফিনের পর আচমকাই অসুস্থ হয়ে পড়ল অন্তত ১০০ পড়ুয়া, ক্লাসঘরেই বমি! হইচই তামিলনাড়ুর স্কুলে

স্কুল সূত্রে খবর, আচমকা অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে বমি বমি ভাবের লক্ষ করা গিয়েছিল। তবে কারও উপসর্গ গুরুতর ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ২২:৪৭
Share:

ফাইল চিত্র।

দুপুরে সবে মাত্র টিফিন পর্ব শেষ হয়েছে। পরের ক্লাস শেষ হতে অসুস্থ হতে পড়তে লাগল একের পর এক শিশু। বমি বমি ভাব। কেউ কেউ বমি করেও ফেলল শ্রেণিকক্ষে! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল তামিলনাড়ুর হোসুর জেলার একটি স্কুলে। কৃষ্ণগিরির কর্পোরেশন মিডল স্কুলে শুক্রবার দুপুরে অন্তত ১০০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্কুল চত্বরের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করে এই ঘটনা ঘটে থাকতে পারে।

Advertisement

স্কুল সূত্রে খবর, আচমকা অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে বমি বমি ভাবের লক্ষ করা গিয়েছিল। তবে কারও উপসর্গ গুরুতর ছিল না। এই ঘটনার পরেই অসুস্থ পড়ুয়াদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাদের সঙ্গে দেখা করেন জেলাশাসক ভি জয়া চন্দ্র ভানু রেড্ডি। তিনি বলেন, ‘‘স্কুল চলাকালীন দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসাধীন তারা।’’

সংবাদ সংস্থা পিটিআইকে এক স্বাস্থ্য আধিকারিক জানান, স্কুলের ৬৭ জন ছাত্র এবং ৩৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। কেন হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়ল, খতিয়ে দেখা হচ্ছে তা। স্কুলে দিয়ে তদন্ত শুরু করেছে হোসুর পুরসভার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement