Kota Student Death

কোটায় আবার নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার, পরীক্ষায় ব্যর্থ হওয়ার আতঙ্কেই কি আত্মহত্যা, কারণ খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, নিট পড়ুয়ার বাড়ি দিল্লিতে। তাঁর বাবা ছুতোর মিস্ত্রি। মৃত ওই পড়ুয়ার নাম রোশন শর্মা। আগামী ৪ মে নিটের পরীক্ষা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫২
Share:

—প্রতীকী ছবি।

রাজস্থানের কোটায় এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল। এ বছর পরীক্ষায় বসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে যুবকের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিট পড়ুয়ার বাড়ি দিল্লিতে। তাঁর বাবা ছুতোর মিস্ত্রি। মৃত ওই পড়ুয়ার নাম রোশন শর্মা। আগামী ৪ মে নিটের পরীক্ষা ছিল। দিন কয়েক আগেই কোটা থেকে বাড়ি ফিরেছিল। তিন দিন আগে কোটায় ফিরে আসেন তিনি। বৃহস্পতিবার রেললাইনের ধার থেকে রোশনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন যুবক।

রোশনের বাবা রঞ্জিত শর্মা জানিয়েছেন, গত তিন বছর ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর পুত্র। সম্প্রতি বাড়িতে তাঁর বোনের কাছে জানিয়েছিলেন যে, আরও এক বছর হাতে সময় নিয়ে পরীক্ষা দিলে ভাল হয়। পরিবারের কাছে এই তথ্য পেয়ে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, পরীক্ষায় ব্যর্থ হতে পারেন, এই আতঙ্কে মানসিক চাপে ভুগছিলেন রোশন। আর সেই চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন।

Advertisement

তবে রোশনের বাবার দাবি, তাঁর পুত্র আত্মহত্যা করতে পারেন না। প্রশ্ন তুলেছেন, কেন রেললাইনের ধারে পড়েছিলেন তাঁর পুত্র। তাঁকে খুন করা হয়েছে বলেই সন্দেহ তাঁর। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement