Aeroplane

দেশের মধ্যে উড়ানে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট না-ও লাগতে পারে

আইসিএমআর পরামর্শ দিয়েছে, অভ্যন্তরীণ বিমান চলাচলে বাধ্যতামূলক নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট থাকার নিয়ম পুরোপুরি তুলে দেওয়া যেতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২৩:১৪
Share:

ফাইল ছবি।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিউজ এজেন্সি এএনআইকে বলেছেন, কোভিডের দুটি টিকা পেয়েছেন এমন যাত্রীদের বিমান চ়ড়তে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট না-ও প্রয়োজন হতে পারে। তবে এই সিদ্ধান্ত অভ্যন্তরীণ উড়ানের জন্যই খাটবে।

Advertisement

আইসিএমআর তার সর্বশেষ নির্দেশিকায় সরকারকে পরামর্শ দিয়েছে যে অভ্যন্তরীণ বিমান চলাচলে বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকার নিয়ম পুরোপুরি তুলে দেওয়া যেতে পারে। আরটি-পিসিআর ল্যাবগুলোর উপরে থাকা চাপ কমানোরও পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, ল্যাবগুলোতে চাপের কারণে রিপোর্ট পেতে দেরি হচ্ছে। হরদীপ এই বিষয়ে জানিয়েছেন, আইসিএমআর-র পরামর্শ মন্ত্রকের বিবেচনায় রয়েছে। তবে একা মন্ত্রক সিদ্ধান্ত নেবে না। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।

তবে পুরী জানিয়েছেন, দেশীয় উড়ানের জন্য বাধ্যতামূলক নেগেটিভ আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকার বিষয়টি মন্ত্রক তুলে দিলেও রাজ্যগুলি তা চাইতেই পারে। কারণ, স্বাস্থ্য রাজ্যের বিষয়। তাই যাত্রীদের কোনও রাজ্যে প্রবেশের আগে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট চাওয়া হতেই পারে। আর এটা নির্দিষ্ট রাজ্যের অধিকার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন