ম্যাগিকে সাময়িক ছাড় বম্বে হাইকোর্টের, স্বস্তিতে নেসলে

অবশেষে বড়সড় স্বস্তি নেসলে ইন্ডিয়ার। ম্যাগির উপরে এফএসএসএআই-র জারি করা নিষেধাজ্ঞা আপাতত ছয় সপ্তাহের জন্য প্রত্যাহার করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ১২:২৫
Share:

অবশেষে বড়সড় স্বস্তি নেসলে ইন্ডিয়ার। ম্যাগির উপরে এফএসএসএআই-র জারি করা নিষেধাজ্ঞা আপাতত ছয় সপ্তাহের জন্য প্রত্যাহার করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

Advertisement

তবে এখনই বাজারে ম্যাগি আনতে পারবে না নেসলে। এর মধ্যে বিতর্কিত এই দু’মিনিটের নুডলসের নমুনা ফের পরীক্ষা করা হবে। দেশের তিনটি পরীক্ষাগারে পরীক্ষার পর যদি পরিমিত সীমার মধ্যে সীসা মেলে তাহলে নেসলে ইন্ডিয়াকে পুনরায় ভারতে ম্যাগি বিক্রির অনুমতি দেওয়া হবে। সে জন্য নতুন করে উৎপাদনের আগে ম্যাগির ৫টি নমুনা পাঠাতে বলেছে বম্বে হাইকোর্ট। নিষেধাজ্ঞা ওঠায় এ দিনই নেসলের শেয়ার দর একলাফে প্রায় চার শতাংশ বেড়ে গিয়েছে।

অতিরিক্ত সীসা এবং মনোসোডিয়াম গ্লুটামেট মেলায় দেশ জুড়ে ম্যাগির উপরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। নেসলেকে ভারতের বাজার থেকে ম্যাগির ৯ টি পণ্যই তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement