Army Chief

Army chief: সীমান্তে চিনকে এক ইঞ্চিও জমি নয়! বার্তা সেনাপ্রধান মনোজ পাণ্ডের

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ ইন্দো-চিন সীমান্তে যে অবস্থা রয়েছে তার কোনও পরিবর্তন হবে না।’’ সেনাপ্রধানের দাবি, ‘‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সৈন্যরাও কৌশলগত সঠিক অবস্থানে রয়েছে। প্রতিবেশীর নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাই এলাকা এখন শান্ত।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০২২ ২০:৫৩
Share:

লেফ্টেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ফাইল ছবি

সেনাপ্রধান হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন লেফ্টেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। রবিবার সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন সীমান্ত এলাকায় চিনকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ ইন্দো-চিন সীমান্তে যে অবস্থা রয়েছে তার কোনও পরিবর্তন হবে না।’’ সেনাপ্রধানের দাবি, ‘‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সৈন্যরাও কৌশলগত সঠিক অবস্থানে রয়েছে। প্রতিবেশীর নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাই এলাকা এখন শান্ত।’’

Advertisement

তবে যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় সেনা যে প্রস্তুত রয়েছে তা জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা ওই এলাকায় অতিরিক্ত সৈন্য এবং অস্ত্র মজুত করেছি। এর সঙ্গে পরিকাঠামো উন্নয়নের দিকেও জোর দেওয়া হয়েছে।’’

সেনাপ্রধান জানিয়েছেন, ভারত চিনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। তাঁরা আশা, দ্রুত বিবদমান বিষয়গুলির সমাধানসূত্র পাওয়া যাবে।

Advertisement

ইউক্রেন-রাশিয়া নিয়েও সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ করেছেন মনোজ পাণ্ডে। তাঁর মতে ভারতের উচিত এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সক্ষমতা বিকাশের দিকে জোর দেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন