COVID-19

Daily covid bulletin:দেশের দৈনিক করোনা সংক্রমণ ২৪ ঘণ্টায় ১২ শতাংশ কমল, এক দিনে মৃত ৩১

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব বলছে, দেশে মোট যত করোনা পরীক্ষা হয়েছে, তার ০.৪০ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১০:৪৭
Share:

ফাইল চিত্র।

সামান্য কমল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ কম। তবে এখনও দেশে ২৫ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত রয়েছেন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব বলছে, দেশে মোট যত করোনা পরীক্ষা হয়েছে, তার ০.৪০ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক দিনে ৩লক্ষ ৮৪ হাজার ৪৯৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী এক সপ্তাহ ধরে এই সংক্রমণের হারেও বিশেষ হেরফের হয়নি।

গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৬৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনায় দেশ জুড়ে মৃত্যু হয়ছে ৩১ জনের। তবে মৃতদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছিল আগেই। অনথিভুক্ত ওই ২০ জনের করোনায় মৃত্যুর কথা জানিয়েছে কেরল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন