(বাঁ দিকে) শাহীন সিদ্দীকী এবং আফিরাহ্ বিবি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
দিল্লি বিস্ফোরণ এবং তার তদন্তে নেমে ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের হাতে নতুন তথ্য। পুলওয়ামাকাণ্ডের মূলচক্রী তথা জইশ নেতা উমর ফারুকের স্ত্রী আফিরাহ্ বিবির সঙ্গে যোগাযোগ করেছিল চিকিৎসক শাহীন সিদ্দীকী।
জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারের ভাগ্নে উমর। ২০১৯ সালে পুলওয়ামাকাণ্ডে ৪০ জন জওয়ান শহিদ হওয়ার পরে এক এনকাউন্টারে উমরের মৃত্যু হয়েছিল। জইশের নতুন মহিলা সংগঠন জামাত-উল-মোমিনাতের গুরুত্বপূর্ণ পদে আসীন উমরের স্ত্রী। সূত্রের খবর, বিস্ফোরণের কয়েক সপ্তাহ আগে আফিরাহ্ যোগ দিয়েছিল জঙ্গি ব্রিগেডের উপদেষ্টা পরিষদের ‘শুরা’ বৈঠকে। সে এবং জইশ প্রধানের ছোট বোন সাদিয়া আজহার একসঙ্গেই কাজ করত। তাদের সঙ্গেই যোগাযোগ রাখত শাহীন। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, মহিলা জঙ্গি সংগঠনের ভারতীয় শাখায় আরও ‘জঙ্গি সদস্য’ নিয়োগের দায়িত্ব ছিল শাহীনের।
শাহীনের প্রাক্তন স্বামী চিকিৎসক হায়াত জাফর জানিয়েছেন, ২০১২ সালে বিবাহবিচ্ছেদের আগে পর্যন্ত শাহীন ‘ধর্মীয় দৃষ্টি’-র চেয়ে উদারপন্থাতেই বেশি বিশ্বাসী ছিল।