নেটপ্রভাবী কমল কউরের দেহ উদ্ধার। ছবি: সংগৃহীত।
পঞ্জাবের নেটপ্রভাবী কমল কউরকে খুন করা হয়েছে বলেই দাবি পুলিশের। বৃহস্পতিবার সকালে ভাতিন্ডায় এক বিশ্ববিদ্যালয় চত্বরে গাড়ির ভিতর থেকে কমলের দেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই নেটপ্রভাবীর মৃত্যু ঘিরে রহস্য বাড়ছিল। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই গাড়ি দাঁড় করিয়ে চলে যেতে দেখা গিয়েছিল। সেই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে সেই ব্যক্তিকেও খুঁজে পেয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অমৃতপাল মেহরুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দুই সঙ্গীকে ধরা হয়েছে। যে গাড়ি থেকে কমলের দেহ উদ্ধার হয়েছে, সেই গাড়ি তিনি নিজে চালাচ্ছিলেন না। অন্য এক ব্যক্তি চালাচ্ছিলেন। সেই ব্যক্তিই অমৃতপাল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গত ৯ জুন ভাতিন্ডায় একটি অনুষ্ঠানে এসেছিলেন কমল। বাড়িতে সে কথা জানিয়েও এসেছিলেন তিনি। কিন্তু ওই দিন থেকেই তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিল না পরিবার। তল্লাশি চালিয়েও কোনও হদিস পাওয়া যাচ্ছিল না তাঁর। একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। তার পরই বৃহস্পতিবার কমলের দেহ উদ্ধার হয়।
তদন্তে নেমে পুলিশ অমৃতপালের খোঁজ পায়। তাঁকে জেরা করে আরও দুই সঙ্গীর হদিস মেলে। তিন জনকেই গ্রেফতার করা হয়। স্থানীয় বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, কমলের ভিডিয়ো পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল বিদেশি এক গ্যাংস্টার। তাঁকে হুমকিও দেওয়া হচ্ছিল। কিন্তু সেই গ্যাংস্টার কে, তা স্পষ্ট হয়নি। তবে কমলের খুনের নেপথ্যে সেই গ্যাংস্টারের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কাঞ্চন কুমারী ওরফে কমল কউরের ইনস্টাগ্রাম অনুগামীর সংখ্যা প্রায় চার লক্ষ। ইউটিউবে অনুগামীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ। তিনি ‘ফানি ভাবী টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। এ ছাড়াও ইনস্টাগ্রামে ‘ইনস্টা কুইন’ নামে একটি অ্যাকাউন্টও রয়েছে তাঁর।