ধৃত জঙ্গি নেতা

চান্ডেলে সেনাবাহিনীর উপরে হামলার ঘটনায় জড়িত এক খাপলাং জঙ্গি নেতাকে গ্রেফতার করে এনআইএ-র হাতে তুলে দিল মণিপুর পুলিশ। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ জুন মণিপুরে যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে চান্ডেল জেলার আমামচাট অঞ্চলের ভারপ্রাপ্ত খাপলাং বাহিনীর স্বঘোষিত জেলা চেয়ারম্যান খুমলো আবি আনাল ওরফে অ্যাম্বিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৪৪
Share:

চান্ডেলে সেনাবাহিনীর উপরে হামলার ঘটনায় জড়িত এক খাপলাং জঙ্গি নেতাকে গ্রেফতার করে এনআইএ-র হাতে তুলে দিল মণিপুর পুলিশ। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ জুন মণিপুরে যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে চান্ডেল জেলার আমামচাট অঞ্চলের ভারপ্রাপ্ত খাপলাং বাহিনীর স্বঘোষিত জেলা চেয়ারম্যান খুমলো আবি আনাল ওরফে অ্যাম্বিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement