ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ

খেরবাড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ-র তদন্তকারী দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০৩:৫০
Share:

খেরবাড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ-র তদন্তকারী দল। তবে সরকারি ভাবে এখনও তারা তদন্তভার নেয়নি। পুলিশ সূত্রের খবর, এনআইএ-র এসপি বিবেকানন্দ দাসের নেতৃত্বে তদন্তকারীরা পুলিশের কাছে তাঁদের অসন্তোষ প্রকাশ করেন। কারণ এত বড় কাণ্ডের পরেও পুলিশ ঘটনাস্থল ঘিরে দেয়নি। ফলে গত ৪৮ ঘণ্টায় ঘটনাস্থল থেকে সংগ্রহ করার মতো প্রায় কোনও নমুনাই অবশিষ্ট নেই। এখনও পর্যন্ত পুলিশ ভবানন্দ গগৈ ওরফে ডিকলা নামে আলফার এক লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে।

Advertisement

খেরবাড়ি হত্যার প্রতিবাদে ডাকা আজকের বন্‌ধে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয় উজানি থেকে নামনি অসমে। বাঙালিপ্রধান বরাক উপত্যকায় সর্বাত্মক সাড়া মিলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল আগেই জানিয়ে দিয়েছিল, বন্‌ধে বরাকে তারা ট্রেন চালাবে না। ফলে ত্রিপুরার মানুষও সমস্যায় পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement