NIA Raid

জঙ্গি কার্যকলাপ চলছে? হদিস পেতে তিন রাজ্যের ১৮ জায়গায় তল্লাশি এনআইএ-র, কোন কোন রাজ্যে অভিযান

পহেলগাঁও কাণ্ডের পর এই তিন রাজ্য থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৭:১৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

জঙ্গি কার্যকলাপ চলছে কি না তার হদিস পেতে এ বার তিন রাজ্যে তল্লাশি অভিযানে নাম জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ।

Advertisement

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পঞ্জাবে ন’টি, হরিয়ানায় সাতটি এবং উত্তরপ্রদেশে দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। তিন রাজ্যের পুলিশকে নিয়ে এই অভিযানে নামে এনআইএ। পহেলগাঁও কাণ্ডের পর এই তিন রাজ্য থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন। দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য, এমনকি পহেলগাঁও কাণ্ডের পর ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ ওঠে ইউটিউবার, ইঞ্জিনিয়ার, পড়ুয়া, ব্যবসায়ী-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের হয়ে চরবৃত্তির প্রথম অভিযোগ ওঠে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে গ্রেফতার করা হয়। তাঁর সূত্র ধরে আরও কয়েক জনকে গ্রেফতার করা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে। শুধু তা-ই নয়, পঞ্জাব এবং হরিয়ানা থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। এমনকি পঞ্জাবে নাশকতার পরিকল্পনারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement