২৪ বছর পর ভারতীয় নিদা-মাহরুখ

২০১৪ সালে সাংসদ হয়ে মোদী বারাণসীতে ‘মিনি পিএমও’ চালু করলে সেখানে আর্জি জানান নিদাদের বাবা নসিম আখতার। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ০১:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

জন্ম থেকেই ভারতে থাকার পর ভারতীয় হলেন ২৪ বছরের নিদা নসিম ও তাঁর চার বছরের বড় দিদি মাহরুখ নসিম। বাবা ভারতীয়। মা পাকিস্তানি হলেও ২০০৭ সালে তিনিও ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন। কিন্তু দুই মেয়ের নাগরিকত্ব নিয়ে টানাপড়েন চলছিলই। দু’বোনেরই বেড়ে ওঠা, পড়াশোনা সব বারাণসীতেই। কিন্তু ফর্মে লিখতে হত পাকিস্তানি। সেটা বিড়ম্বনার।

Advertisement

২০১৪ সালে সাংসদ হয়ে মোদী বারাণসীতে ‘মিনি পিএমও’ চালু করলে সেখানে আর্জি জানান নিদাদের বাবা নসিম আখতার। নিদা মঙ্গলবার বলেছেন, ‘‘দ্বিতীয় বার যেতে হয়নি। ১৩ মার্চ দুই বোনকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ।’’ বারাণসীতে ভোট হবে ১৯ মে। তার মাত্র পাঁচ দিন আগে সংবাদমাধ্যমে কেন মুখ খুললেন দুই বোন, তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের একাংশে এ-ও উল্লেখ করা হচ্ছে, গত বছর মোদী সোমালিয়ার মোগাদিসুতে বন্দি ভারতীয় মহিলা আফরিন বেগমকে উদ্ধার করিয়ে এনেছিলেন। বিরোধীরা বলছেন, নিদাদের ভারতীয় বলে মানতে মোদীর পাঁচ বছর লেগে গেল! ভোটের শেষ দফার আগে এটা মোদীর সংখ্যালঘু-প্রীতি তুলে ধরার চেষ্টা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement