Holika Dahan

হোলিকা দহনে পুড়বে ৫০ ফুটের নীরব মোদী

হোলির আগের দিন দেশের নানা প্রান্তে আয়োজন করা হয় ‘হোলিকা দহন’ অনুষ্ঠানের। অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ১৪:৫৮
Share:

নীরব মোদী।

মহল্লার ঠিক মাঝখানে কাঠের তৈরি কাঠামো। তার উপর বসানো একটি বড় মাপের ‘হিরে’। সেই হিরের উপর বাদামী রঙের স্যুট পরে বসে রয়েছেন নীরব মোদী। কাঠামোর গায়ে হিন্দি এবং মরাঠী ভাষায় লেখা, ‘পিএনবি কেলেঙ্কারি, ডায়মন্ড কিং’।

Advertisement

যদিও এই নীরব মোদী আসল নন। তা নীরবের কুশপুত্তলিকা মাত্র। এবং অবশ্যই হিরেও আসল নয়।

হোলির আগের দিন দেশের নানা প্রান্তে আয়োজন করা হয় ‘হোলিকা দহন’ অনুষ্ঠানের। অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন।

Advertisement

আরও পড়ুন: ব্যস্ত আছি, ফিরব না, সিবিআইকে বললেন নীরব

এই মুহূর্তে দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী। সাড়ে ১১ হাজার কোটি টাকার পিএনবি-প্রতারণা মামলার তদন্ত ঘুম কেড়েছে দেশের তাবড় গোয়েন্দাদের। আর তাই সেই নীরবকেই ‘অশুভ শক্তি’র প্রতীক হিসেবে বেছে নিয়েছেন মুম্বইয়ের বর্লীর বিডিডি চাওল এলাকার বাসিন্দারা। তৈরি করেছেন নীরব মোদীর ওই ৫০ ফুটের কুশপুত্তলিকাটি।

' ' ' " '

শুক্রবার গোটা দেশে পালিত হবে হোলি উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় হবে ‘হোলিকা দহন’। নীরব মোদীর বিশাল কুশপুত্তলিকা পুড়িয়ে এ ভাবেই ‘শুভ শক্তি’কে স্বাগত জানাতে চাইছেন মুম্বইয়ের চাওল এলাকার বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন