গডকড়ীর নয়া ব্যাখ্যা

ক’দিন আগে এক মরাঠি চ্যানেলে মোদী সরকারের সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ‘‘নিশ্চিত ছিলাম, ক্ষমতায় আসব না। আমাদের কয়েক জন তাই বললেন, বড় বড় প্রতিশ্রুতি দিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৩:২০
Share:

চাপের মুখে নতুন ব্যাখ্যা দিলেন নিতিন গডকড়ী। ভোটের আগে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেওয়া হয়েছিল বলে যে ‘স্বীকারোক্তি’ তিনি সম্প্রতি করেছেন, তার সঙ্গে নরেন্দ্র মোদীর কোনও যোগ নেই বলে এখন তাঁর দাবি।

Advertisement

ক’দিন আগে এক মরাঠি চ্যানেলে মোদী সরকারের সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ‘‘নিশ্চিত ছিলাম, ক্ষমতায় আসব না। আমাদের কয়েক জন তাই বললেন, বড় বড় প্রতিশ্রুতি দিতে।
ক্ষমতায় না এলে দায়িত্ব থাকে না। এখন লোকে সেগুলোই স্মরণ করাচ্ছেন।’’ হইহই পড়ে যায় এই মন্তব্যে। মোদী সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বলে আক্রমণ করতে থাকে কংগ্রেস। খোদ মোদীর অস্বস্তি বাড়তে থাকে। ফলে গডকড়ীকেই নিজের বক্তব্য খণ্ডন করতে বলা হয়।

তার পরেই আজ সাংবাদিক বৈঠকে গডকড়ী দাবি করেন, ভোট বলতে তিনি মহারাষ্ট্রের বিধানসভা ভোট বুঝিয়েছিলেন, ২০১৪-র লোকসভা ভোট নয়। আর ‘মিথ্যা’ প্রতিশ্রুতিও নরেন্দ্র মোদী দেননি। গডকড়ীর ব্যাখ্যা, মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে গোপীনাথ মুন্ডে আর দেবেন্দ্র ফডণবীস তাঁকে বলেছিলেন ক্ষমতায় এলে টোল বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে। যুক্তি ছিল, এমনিতেই ক্ষমতায় আসবে না বিজেপি, প্রতিশ্রুতি দিতে অসুবিধা নেই। গডকড়ীর দাবি, প্রথমত তিনি নিজেই এতে রাজি হননি। দ্বিতীয়ত, এর মধ্যে নরেন্দ্র মোদী কোথাও নেই।

Advertisement

এর পরেই কংগ্রেস সভাপতির উদ্দেশে গডকড়ী বলেন, ‘‘রাহুল গাঁধী কবে থেকে মরাঠি বুঝতে শুরু করলেন? তিনি মরাঠি শিখে টুইট করুন। যে টোল বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে।’’ কিন্তু কংগ্রেস বলছে, যে তির বেরিয়ে গিয়েছে, সেটি হাজার চেষ্টা করেও ফেরত নেওয়া যায় না। ভোট প্রচারে গডকড়ীর কথাই হাতিয়ার হবে কংগ্রেসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন