Bridge Collapse

ভেঙে পড়ার হাল ১০০ সেতুর, সংসদে জানালেন নিতিন

কেন্দ্রীয় মন্ত্রী এ দিন লোকসভায় বলেছেন, ‘‘দেশের ১৬ লক্ষ সেতুর নিরাপত্তা খতিয়ে দেখতে একটি অডিট করা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে, সারা দেশে ১০০টিরও বেশি সেতুর অবস্থা রীতিমতো বিপজ্জনক। সেগুলি এখনই সারানোর প্রয়োজন। না হলে সেগুলি যখন তখন ভেঙে পড়তে পারে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৬:১৯
Share:

কোঙ্কনে সাবিত্রী নদীর ওপর ভেঙে পড়া সেই সেতু।- ফাইল চিত্র।

সারা দেশে ১০০টিরও বেশি সেতুর অবস্থা অত্যন্ত খারাপ। সেগুলি এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে, ভেঙে পড়তে পারে যে কোনও মুহূর্তে।

Advertisement

বৃহস্পতিবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিয়েছেন সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী।

কেন্দ্রীয় মন্ত্রী এ দিন লোকসভায় বলেছেন, ‘‘দেশের ১৬ লক্ষ সেতুর নিরাপত্তা খতিয়ে দেখতে একটি অডিট করা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে, সারা দেশে ১০০টিরও বেশি সেতুর অবস্থা রীতিমতো বিপজ্জনক। সেগুলি এখনই সারানোর প্রয়োজন। না হলে সেগুলি যখন তখন ভেঙে পড়তে পারে।’’

Advertisement

আরও পড়ুন- গুজরাতে রাজ্যসভা ভোটের ব্যালটে ‘নোটা’ থাকছে: জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ওই সেতুগুলি কতটা বেহাল দশায়, তা বোঝাতে গিয়ে গত বছর সেতু ভেঙে পড়ার একটি ঘটনার উল্লেখ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। দুর্ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের কোঙ্কনে। সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলের একটি সেতু ভেঙে পড়েছিল। তাতে নদীগর্ভে তলিয়ে যায় যাত্রীবোঝাই দু’টি সরকারি বাস আর কয়েকটি প্রাইভেট গাড়ি।’’

ভয়াবহ দুর্ঘটনা এড়াতে প্রতিটি সেতুর যাবতীয় খুঁটিনাটি আর তাদের হালহকিকৎ জানতে গত বছর থেকে একটি বিশেষ প্রকল্প কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে বলে গডকড়ী জানান।

আরও পড়ুন- ওজন আধুলির মতো! পৃথিবীকে পাক মারছে ৬ মহাকাশযান

লোকসভায় এ দিন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী এও জানিয়েছেন, জমি অধিগ্রহণ, জমি জবরদখল নিয়ে সমস্যা ও পরিবেশ ছাড়পত্র পাওয়ার জটিলতার জন্য ৩ কোটি ৮৫ লক্ষ টাকার সড়ক নির্মাণের কাজে অযথা দেরি হয়েছে। তবে সেই সব জটিলতার অনেকটাই মিটিয়ে ফেলা হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে বহু ক্ষেত্রেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন