এক মঞ্চে হাজির হবেন মোদী-নীতীশ

বিহার নির্বাচনের পরে এই প্রথম এক মঞ্চে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ মার্চ পটনা হাইকোর্টের শতবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চে দু’জনকে এক সঙ্গে দেখা যাবে। এখন পর্যন্ত ছিক আছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকবেন নীতীশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০২:৪৬
Share:

বিহার নির্বাচনের পরে এই প্রথম এক মঞ্চে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ মার্চ পটনা হাইকোর্টের শতবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চে দু’জনকে এক সঙ্গে দেখা যাবে। এখন পর্যন্ত ছিক আছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকবেন নীতীশ।

Advertisement

বিহার নির্বাচনের প্রচারে দুই নেতার মধ্যে বাগ্‌যুদ্ধ রীতিমতো আলোচনার বিষয় ছিল।

মুখ্যমন্ত্রী হওয়ার পরে নীতীশ কুমার বার কয়েক দিল্লি গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে রাজ্যের দাবি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক সহজ করতে উদ্যোগী হয়েছেন নীতীশ কুমার। রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখেই ভারসাম্য বজায় রাখতে চাইছেন তিনি। গত কাল নীতীশ কুমারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রতিক্রিয়ায় মোদীকেও পাল্টা ধন্যবাদ জানান নীতীশ।

Advertisement

অন্য দিকে, আজ সকালে দু’দিনের নেপাল সফরে কাঠমান্ডু গিয়েছেন নীতীশ কুমার। দিল্লি হয়ে নেপাল পৌঁছেছেন তিনি। সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি।

কথা বলবেন মদেশীয় নেতাদের সঙ্গেও। নেপালি কংগ্রেসের কনক্লেভেও যোগ দেবেন। উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালের মে মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের জনকপুরে যেতে চেয়েছিলেন নীতীশ। কিন্তু সে সময়ে কেন্দ্রীয় সরকার তাঁকে অনুমতি দেয়নি। তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement