শুখা সারা বিহারই, ঘোষণা নীতীশের

দেশির পর বিদেশি। গ্রামের পরেই শহর। আজ আচমকাই বিহারকে সম্পূর্ণ ‘শুখা’ করে দিলেন নীতীশ কুমার। আজ মন্ত্রিসভা বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করলেন, বিহার রাজ্যে যে করবে মদ্যপান, কিংবা মদ বিক্রি, তার হবে চরম শাস্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০৩:০৬
Share:

দেশির পর বিদেশি। গ্রামের পরেই শহর। আজ আচমকাই বিহারকে সম্পূর্ণ ‘শুখা’ করে দিলেন নীতীশ কুমার। আজ মন্ত্রিসভা বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করলেন, বিহার রাজ্যে যে করবে মদ্যপান, কিংবা মদ বিক্রি, তার হবে চরম শাস্তি।

Advertisement

গত বিহার বিধানসভা নির্বাচনের আগেই নীতীশ কথা দিয়েছিলেন বিহারের মহিলাদের, ক্ষমতায় এলে মদ বন্ধ করবেন। ক্ষমতায় এসে তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিহারে মদ বন্ধের সিদ্ধান্ত নেন। বিভিন্ন দিক খতিয়ে দেখে রাজ্য সরকার ঠিক করে, একবারে সারা রাজ্যে মদ বন্ধ করার অসুবিধা রয়েছে। সেই কারণে ধাপে ধাপে তা বন্ধ করা হবে।

ঠিক হয় প্রথম পর্বে গ্রামীণ বিহারে দেশি, বিদেশি সব রকম মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ করা হবে ১ এপ্রিল থেকেই। আর্থিক বছরের প্রথম দিন থেকে তা কার্যকরও করা হয়। পরবর্তী পর্বে শহর এলাকায় বিদেশি মদও নিষিদ্ধ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। কিন্তু প্রথম পর্বের নিষেধাজ্ঞা জারি হওয়ার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই
আজ রাজ্য মন্ত্রিসভা দ্বিতীয় পর্বের নিষেধাজ্ঞাও জারি করে দিন। এই সিদ্ধান্তের ফলে বিহার এখন থেকে ‘ড্রাই স্টেট’ হিসেবেই পরিগণিত হবে। গুজরাত, মিজোরাম এবং নাগাল্যান্ডের পর বিহার দেশের চতুর্থ ‘শুখা রাজ্য’ হল।

Advertisement

আজ নীতীশ বলেন, ‘‘গত ১ এপ্রিল থেকে রাজ্যে দেশি এবং মশলাদার মদ বিক্রি বন্ধ হয়েছিল। এ বার থেকে বিদেশি মদ বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।’’ রাজ্যকে ‘ড্রাই স্টেট’ ঘোষণা করতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন নীতীশ। তাঁর দাবি, মদ বন্ধের এই সিদ্ধান্তে দেশের সামনে বিহার উদাহারণ হয়ে উঠবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন