আমার ভুলেই নেতা তেজস্বী: নীতীশ কুমার

মুখ্যমন্ত্রী এ দিন আবার স্পষ্ট জানিয়েছেন, মদ নিয়ে সামান্যতম ছাড় দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। আইন ভাঙায় গত দু’বছরে পুলিশ ৫৬ হাজার ৩৬০টি মামলা দায়ের করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৩:৫৯
Share:

নীতীশ কুমার।

তাঁর ভুলেই তেজস্বী যাদব নেতা হয়েছেন বলে মনে করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ রাজ্যে মদের উপর নিষেধাজ্ঞার দু’বছর পূর্ণ হওয়ায় আবগারি দফতর একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিধানসভার বিরোধী দলনেতার নাম না করেই তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কেউ কেউ বড় বড় কথা বলছেন। আসলে আমার ভুলের কারণেই তাঁরা নেতা হয়েছেন।’’ তাঁর আক্ষেপ, ‘‘আমাকে অনেকেই বলেন, কেন আমি এমন ভুল করলাম!’’ পাশাপাশি টুইটারে তাঁর বিরুদ্ধে তেজস্বীর লাগাতার আক্রমণের বিষয়টি তুলে ধরে নীতীশ বলেন ‘‘কিছু মানুষ কেবল টুইট করেন। তাতেও আমার কিছু এসে যায় না।’’

Advertisement

মুখ্যমন্ত্রী এ দিন আবার স্পষ্ট জানিয়েছেন, মদ নিয়ে সামান্যতম ছাড় দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। আইন ভাঙায় গত দু’বছরে পুলিশ ৫৬ হাজার ৩৬০টি মামলা দায়ের করেছে। তবে প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দেশি-বিদেশি মদ উদ্ধার হচ্ছে। আর তা নিয়ে নীতীশ কুমারকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। এক সময়ে বিজেপি নীতীশ কুমারকে ব্যর্থ বলত। এখন আরজেডি নিষেধাজ্ঞা নিয়ে নীতীশের ‘ব্যর্থতা’ তুলে ধরছে। সে কারণেই তেজস্বীকে কটাক্ষ করে নীতীশ বলেন, ‘‘অনেকেই গরিবের মসিহা হওয়ার চেষ্টা করছেন। মদে সবচেয়ে ক্ষতি হয় গরিব মানুষের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন