বাড়ি নিয়ে বিবাদ, সরগরম রাজনীতি

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে একই সঙ্গে দু’টি বাড়ির দখল করার অভিযোগ তুলল বিরোধীরা। ১ অ্যানে মার্গ এবং ৭ সার্কুলার রোডের দু’টি বাড়িই আপাতত রয়েছে নীতীশ কুমারের দখলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৩:২৯
Share:

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে একই সঙ্গে দু’টি বাড়ির দখল করার অভিযোগ তুলল বিরোধীরা। ১ অ্যানে মার্গ এবং ৭ সার্কুলার রোডের দু’টি বাড়িই আপাতত রয়েছে নীতীশ কুমারের দখলে। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার পরে ৭ সার্কুলার রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার কথা। তবুও তিনি এখনও তা ছাড়েননি। কবে ছাড়বেন তা নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবন ‘দখল’ করেছেন বলেই অভিযোগ বিরোধীদের।

Advertisement

বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি লিখে জবাব চেয়েছেন। সুশীল বলেন, ‘‘এটা অনৈতিক। এক জন মুখ্যমন্ত্রী এমন ভাবে দু’টি বাড়ি নিজের দখলে রাখতে পারেন না। আমার অনুরোধ, মুখ্যমন্ত্রী একটি বাড়ি ছেড়ে দিন। সেই বাড়িটি অন্য মন্ত্রীকে দেওয়া হোক।’’

জবাব দিয়েছেন নীতীশ কুমার। তিনি বলেন, ‘‘গোটা বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমি এখনও ৭ সার্কুলার রোডে থাকি। ১ অ্যানে মার্গ সাংবিধানিক ভাবেই মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ। তাই সেখানে গিয়ে কাজ করতে হয়।’’ পাল্টা সুশীল মোদীকে সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার পরামর্শও দেন নীতীশ।

Advertisement

১ অ্যানে মার্গের মুখ্যমন্ত্রী আবাস একটি বাড়ি হলেও তার মধ্যেই দু’টি বাংলো রয়েছে। এ ছাড়া ৭ সার্কুলার রোডের ভিতরেও রয়েছে দু’টি বিশাল অট্টলিকা। বিরোধীদের অভিযোগ, সব মিলিয়ে চারটি বাংলো কার্যত দখল করে রেখেছেন নীতীশ। তবে সূত্রের খবর, ৭ সার্কুলার রোডের বাংলোটিকে ‘পয়া’ বলে মনে করেন নীতীশ। ওই বাড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ফের ফিরে এসেছেন তিনি। সেখান থেকেই গত নির্বাচনের যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। তাই সেই বাড়ি ছাড়তে তাঁর আপত্তি রয়েছে। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর পদ গেলে সেই এলাকায় থেকে রাজনীতি করতে পারবেন তিনি। বিরোধীরা অবশ্য ৭ সার্কুলার রোডের বাড়ি থেকে নীতীশকে সরাতে তৎপর হয়েছে। এ বিষয়ে মহাজোটের ভিতর থেকেও সমর্থন মিলছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন