ফিরছেন না যোগেন্দ্ররা

দল বিরোধী কাজ, মূলত কেজরীবালের নেতৃত্বকে চ্যালেঞ্জ করায় বছর দু’য়েক আগে আপ থেকে বহিষ্কৃত হন দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০৩:৩৪
Share:

যোগেন্দ্র যাদব। ছবি: টুইটার।

দলকে শক্তিশালী করতে পুরনো সঙ্গীদের ফের আম আদমি পার্টিতে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন কুমার বিশ্বাস। কিন্তু ওই প্রস্তাব আজ ফিরিয়ে দিলেন যোগেন্দ্র যাদব, প্রশান্তভূষণরা। জানিয়ে দিলেন, আপ শিবিরে ফেরার কোনও পরিকল্পনাই নেই তাঁদের।

Advertisement

দল বিরোধী কাজ, মূলত কেজরীবালের নেতৃত্বকে চ্যালেঞ্জ করায় বছর দু’য়েক আগে আপ থেকে বহিষ্কৃত হন দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদব। তার পরে ‘স্বরাজ ইন্ডিয়া’ নামে রাজনৈতিক দলও গঠন করেন দু’জন। এরই মধ্যে গত কাল আপের আর এক বিক্ষুব্ধ নেতা কুমার বিশ্বাস দাবি করেন, দলের বহু সর্মথক চান ওই দুই নেতা আপ-এ ফিরে আসুন। সেই জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

যা শুনে অবাক দুই নেতাই। আজ প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদব দাবি করেন, পুরনো দলে ফেরার সম্ভাবনাই নেই। ভূষণের কথায়, ‘যারা দুর্নীতি প্রশ্নে আপস করেছে সেই দলে ফিরে যাওয়ার প্রশ্নই নেই।’’ যে ভাবে কুমার বিশ্বাস দুই নেতার ফিরে আসা নিয়ে মন্তব্য করেছেন তাতে কেজরীবাল শিবির অবশ্য অন্য ব্যাখ্যা করছে। কেজরী শিবিরের বক্তব্য, এই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একেবারেই সদ্ভাব নেই বিশ্বাসের। কিন্তু নতুন বছরের শুরুতে দলের টিকিটে রাজ্যসভায় যেতে ইচ্ছুক বিশ্বাস। তাই পরোক্ষে কেজরীবালের উপর চাপ বাড়াতেই মুখ্যমন্ত্রী-বিরোধী শিবিরের হয়ে এ ভাবে প্রকাশ্যে সওয়াল করার কৌশল নিয়েছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন