কলেজে মেয়েদের নিখরচার শিক্ষা, ভাবনা সরকারের

সব ছাত্রী ও গরিব ছাত্রদের জন্য রাজ্যের কলেজগুলিতে বেতন কমানো বা একদমই তুলে দেওয়ার কথা বিবেচনা করছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫৬
Share:

সব ছাত্রী ও গরিব ছাত্রদের জন্য রাজ্যের কলেজগুলিতে বেতন কমানো বা একদমই তুলে দেওয়ার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। আজ কটন কলেজে রাজ্যের ৩০১টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান অর্থ তথা শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, ‘‘রাজ্যে যদি দারিদ্র্যসীমার নীচে থাকা ছাত্র এবং সব শ্রেণির ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করি, তবে কতটা আর্থিক ক্ষতি হবে দ্রুত তার হিসেব করার জন্য অধ্যক্ষদের অনুরোধ করেছি। ওই হিসেব পেলে ‘কলেজ ফিজ্’ তুলে দেওয়া বা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ নতুন হারে ফিজ্ চালু করার জন্য কলেজগুলিকে ভর্তির দিন ২০ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি।

Advertisement

শিক্ষামন্ত্রী আরও জানান ফিজ্ তুলে দিলে বা কমালে কলেজগুলির যে ক্ষতি হবে রাজ্য সরকারই তা পূরণ করে দেবে। প্রাথমিক ভাবে তাঁর হিসেব, গরীব ছাত্র ও ছাত্রীদের ফিজ্ তুলে দিলে বছরে সরকারকে ৫৬ কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বিজেপি নির্বাচনী ইস্তেহারে সব শ্রেণির ছাত্রী ও গরিব ছাত্রদের দশম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। শর্মা জানান, ওই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এটি হবে প্রথম ধাপ। কলেজ থেকে ১৫ কিলোমিটারের বেশি দূরে থাকা ছাত্রীদের স্কুটিও দেওয়া হবে বলে তিনি জানান।
সরকারি কলেজগুলির শিক্ষার মানোন্নয়নে জোর দেন তিনি, বলেন, ‘‘হাজিরার জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।
প্রতি কলেজে অন্তত দু’টি বৃত্তিমূলক বিষয়ে পাঠদান করতে হবে।’’ সরকারি নির্দেশ মেনে না চলায় হাইলাকান্দি জেলার একটি কলেজের অধ্যক্ষকে সাসপেন্ডও করেছেন শিক্ষামন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন