National News

হজে আর কোনও ভর্তুকি নয়, জানিয়ে দিল কেন্দ্র

‘‘তোষণ নয়, মর্যাদার সঙ্গে সংখ্যালঘুর ক্ষমতায়নের যে নীতি আমরা অনুসরণ করি, এটা তারই অঙ্গ।’’ বলেছেন নকভি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১৯:৪১
Share:

এ বছর থেকেই উঠে যাচ্ছে হজযাত্রায় সরকারি ভর্তুকি। জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। —প্রতীকী ছবি / ফাইল চিত্র।

হজযাত্রায় আর কোনও ভর্তুকি নয়। মঙ্গলবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

Advertisement

হজযাত্রীরা যাতে সস্তায় বিমানের টিকিট পান, তার জন্য এত দিন ভর্তুকি দিত কেন্দ্র। সুপ্রিম কোর্ট এই ভর্তুকি ধাপে ধাপে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশই রূপায়িত হল। জানিয়েছেন দেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

‘‘তোষণ নয়, মর্যাদার সঙ্গে সংখ্যালঘুর ক্ষমতায়নের যে নীতি আমরা অনুসরণ করি, এটা তারই অঙ্গ।’’ বলেছেন নকভি। তিনি আরও বলেছেন, ‘‘হজে ভর্তুকি থেকে মুসলিমরা কোনও ভাবে উপকৃত হন না। আমরা মর্যাদার সঙ্গে উন্নয়নে বিশ্বাসী। ভর্তুকিতে যে টাকা খরচ করা হত, তা মেয়েদের শিক্ষায় খরচ করা হবে।’’

Advertisement

২০১২ সালে সুপ্রিম কোর্ট হজে ভর্তুকি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালত ২০২২ সাল পর্যন্ত সময় দিয়েছিল সরকারকে। তার মধ্যেই ধাপে ধাপে সম্পূর্ণ তুলে দিতে হবে ভর্তুকি, নির্দেশ ছিল এমনই।

আরও পড়ুন: ভারত শত্রু নয়, বোঝাচ্ছে আমেরিকা, আক্ষেপ পাক প্রতিরক্ষা মন্ত্রীর

আদালতের নির্দেশ মেনে হজযাত্রার উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া যায় কী ভাবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ প্যানেলের মতামত চেয়েছিল কেন্দ্র। মতামত নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হল। জানানো হল, এ বছর থেকেই উঠে যাচ্ছে হজের ভর্তুকি।

আরও পড়ুন: খুনের চক্রান্ত চলছে, বিস্ফোরক তোগাড়িয়া

সৌদি আরব এ বছরই ভারতীয়দের জন্য হজের কোটা বাড়িয়েছে। গত বছর ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়কে হজে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল সৌদি। এ বার সেই কোটা বাড়িয়ে ১ লক্ষ ৭৫ হাজার করা হয়েছে। মুখতার আব্বাস নকভি জানিয়েছেন, ভারতীয় মুসলিমরা যাতে কম খরচে হজে যেতে পারেন, তার জন্য বিমানের পাশাপাশি জাহাজে করে সৌদি আরবে যাওয়ার পথও এ বার খুলে দেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন