লং মার্চের অনুমতি মিলল না

মহারাষ্ট্রের কৃষকদের অভিযোগ, প্রথম বার লং মার্চের পরে রাজ্য কোনও প্রতিশ্রুতি রাখেনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৫
Share:

মহারাষ্ট্রের কৃষকদের অভিযোগ, প্রথম বার লং মার্চের পরে রাজ্য কোনও প্রতিশ্রুতি রাখেনি। —ফাইল চিত্র।

শুরুর আগেই ধাক্কা খেল দ্বিতীয় দফার লং মার্চ। আজ বুধবার, বিকেল চারটে থেকে মহারাষ্ট্রে কৃষকদের লং মার্চ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, পদযাত্রার অনুমতি দেওয়া হবে না। গত কাল নাশিক থেকে ধুলে আসার পথে গ্রেফতার করা হয়েছে দু’শোরও বেশি কৃষককে। রাতে সংগঠন জানায়, এক দিন পিছিয়ে দেওয়া হচ্ছেমিছিল।

Advertisement

মহারাষ্ট্রের কৃষকদের অভিযোগ, প্রথম বার লং মার্চের পরে রাজ্য কোনও প্রতিশ্রুতি রাখেনি। তাই ফের পদযাত্রার সিদ্ধান্ত। মিছিলের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কিসান সভা (এআইকেএস)। ৮০ হাজার কৃষকের এই পদযাত্রায় অংশ নেওয়ার কথা।

নাশিকের পুলিশ কমিশনার রবীন্দ্রকুমার সিঙ্ঘল আজ বলেন, ‘‘কৃষকেরা ধর্নায় বসতে পারেন, বক্তৃতা দিতে পারেন, লাউডস্পিকারও ব্যবহার করতে পারেন। কিন্তু নাশিক থেকে মুম্বই পদযাত্রা করার জন্য তাঁদের অনুমতি দেওয়া হবে না।’’ যা শুনে এআইকেএস সভাপতি অশোক ধওয়ালে বলেন, ‘‘পুলিশ আমাদের থামানোর চেষ্টা করতে পারে। কিন্তু আমরা থামব না। এ ভাবে আমাদের আন্দোলন থামানো যাবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন