খোঁজ মেলেনি অপহৃত কর্মীর

ডিমা হাসাওয়ে মাহুরের চুংপিজাং গ্রাম থেকে অপহৃত ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণ সংস্থার দুই কর্মীর খোঁজ এখনও মেলেনি। ২১ নভেম্বর তাঁদের অপহরণ করা হয়েছিল। ইনরিম বাংলো থেকে জাটিঙ্গা পর্যন্ত করিডর নির্মাণকারী সংস্থার ওই কর্মীদের এক জন উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৪:০৪
Share:

ডিমা হাসাওয়ে মাহুরের চুংপিজাং গ্রাম থেকে অপহৃত ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণ সংস্থার দুই কর্মীর খোঁজ এখনও মেলেনি। ২১ নভেম্বর তাঁদের অপহরণ করা হয়েছিল। ইনরিম বাংলো থেকে জাটিঙ্গা পর্যন্ত করিডর নির্মাণকারী সংস্থার ওই কর্মীদের এক জন উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা। তাঁর নাম মনোতোষ বর্মন। অন্য জন অমরজিৎ সিংহ। বাড়ি বিহারে।

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হরেন তকবি জানিয়েছেন, অপহরণ-কাণ্ডে এনএসসিএন খাপলাং জঙ্গি সংগঠন জড়িত। তাঁর সন্দেহ, স্থানীয় দুষ্কৃতীদের কাজে লাগিয়েই ওই কাজ করা হয়েছে। অপহৃতদের জেলার অসম-নাগাল্যান্ড সীমানার জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে বলেও নিরাপত্তাবাহিনীর আশঙ্কা। নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে। সংস্থার প্রোজেক্ট ম্যানেজার প্রবীণ কুমার জানিয়েছেন, এত দিন অপহরণকারীরা অপহৃতদের মোবাইল থেকেই ফোন করছিল। গত কাল থেকে সেগুলি ‘নট-রিচেবল্‌’।

দুই সহকর্মীর অপহরণের জেরে ওই প্রকল্পে যুক্ত নির্মাণকারী সংস্থাগুলির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে কাজে যেতে ভয় পাচ্ছেন। সংস্থাগুলির বক্তব্য, প্রশাসনের তরফে নিরাপত্তার নিশ্চিত আশ্বাস না মিললে তার প্রভাব পড়তে পারে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মাণ কাজে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement