বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।
এক কালে যাঁর বিরোধিতা করে দল ছেড়েছিলেন, বিরোধী জোট ছাড়ার পর সেই ব্যক্তিরই প্রশংসায় লুটিয়ে পড়লেন তিনি! তিনি অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর তাঁর প্রশংসিত ব্যক্তিটি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি আরজেডি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিহারে মহাজোট ছাড়েন নীতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট করে পুনরায় বিহারের মুখ্যমন্ত্রীও নির্বাচিত হন। আর তার পরেই তাঁর গলায় এই ‘অন্য সুর’ শোনা গেল। ষষ্ঠ বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার তাঁর প্রথম সাংবাদিক বৈঠক ছিল। সেখানে নীতীশ বলেন, ‘‘২০১৯ লোকসভা নির্বাচনে মোদীকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কারও নেই।’’
আরও পড়ুন: হিন্দুস্তানকে ‘লিঞ্চিস্তান’ বানাবেন না, লোকসভায় আক্রমণাত্মক কংগ্রেস