ডোভাল-জানজুয়া বৈঠক, মানল দিল্লি

গত মাসের ২৬ তারিখে ডোভাল ও জানজুয়া তাইল্যান্ডে বৈঠকে বসেছিলেন বলে ৩১ তারিখে একটি ভারতীয় সংবাদপত্র প্রথম খবর প্রকাশ করে। পাকিস্তানি সংবাদপত্রেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়। কিন্তু দুই দেশের বিদেশ মন্ত্রক মুখে কুলুপ এঁটে রাখে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০৩:৩৫
Share:

দিন পনেরো পরে বিদেশ মন্ত্রক স্বীকার করল, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসির খান জানজুয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন অজিত ডোভাল। মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বৃহস্পতিবার জানিয়েছে‌ন, ‘‘তাইল্যান্ডে দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই বৈঠকে সন্ত্রাস প্রতিরোধ নিয়েই কথা হয়েছে।’’

Advertisement

গত মাসের ২৬ তারিখে ডোভাল ও জানজুয়া তাইল্যান্ডে বৈঠকে বসেছিলেন বলে ৩১ তারিখে একটি ভারতীয় সংবাদপত্র প্রথম খবর প্রকাশ করে। পাকিস্তানি সংবাদপত্রেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়। কিন্তু দুই দেশের বিদেশ মন্ত্রক মুখে কুলুপ এঁটে রাখে। নরেন্দ্র মোদী সরকারের অবস্থান, সীমান্তপারের সন্ত্রাস বন্ধ না-হলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়। প্রশ্ন উঠেছে, সে জন্যই কি নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক নিয়ে এত ঢাকঢাক গুড়গুড়? এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যাওয়ার এত পরে কেন বিদেশ মন্ত্রক তা জানাচ্ছে? মন্ত্রকের মুখপাত্রের ব্যাখ্যা, ডিজিএমও-দের বৈঠকের মতো এই বৈঠকও একটি কাজ চালাতে প্রয়োজনের কতাবার্তা। পাকিস্তানের সঙ্গে এমন বৈঠক হতেই পারে। পরে কবে আবার দুই নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে বসছেন, এই প্রশ্নের জবাবে রবীশ বলেন— সময় সুযোগ অনুযায়ী তা জানানো হবে। পাকিস্তানের বিরুদ্ধে সম্প্রতি সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের বহু অভিযোগ করেছে ডোভাল আলোচনার সময়ে বিষয়টি তুলেছিলেন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। আবার বৈঠকের ২৪ ঘণ্টা আগে কুলভূষণ যাদবের মা ও স্ত্রী পাকিস্তানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সময়ে তাঁদের হেনস্থা করা হয়েছিল বলে দিল্লি অভিযোগ করেছিল। প্রশ্ন ওঠে, ডোভাল কি এ নিয়েও জানজুয়ার সঙ্গে কথা বলেছেন? রভীশ জানান, এই ধরনের বৈঠকে এ নিয়ে আলোচনার অবকাশ থাকে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন